চিরকালের মতো ঢেকে যাবে টাক! এই তিন তেলেই রয়েছে জাদু, ঘন কালো চুলের রহস্য আছে এতেই

Published : Jul 23, 2024, 10:38 PM IST
Baldness

সংক্ষিপ্ত

চিরকালের মতো ঢেকে যাবে টাক! এই তিন তেলেই রয়েছে জাদু, ঘন কালো চুলের রহস্য আছে এতেই

টাক পড়লে যেন মানুষের আত্মবিশ্বাস কমতে থাকে। বয়সের থেকে বেশি বয়স্ক লাগে। চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন অজস্র মানুষ।

এখন বেশিরভাগ পুরুষেরই বয়স হওয়ার আগে টাক পড়ে যায়। ভুল খাদ্যভাস ও খারাপ জীবন যাত্রার কারণে টাক পড়ে যেতে পারে।

এ ছাড়া অতিরিক্ত ধূমপান, তৈলাক্ত খাবার খাওয়া ও জিনগত কারণে টাক দেখা দেয়। তবে বাড়ির কিছু জিনিস টাক পড়ার সমস্যা থেকে বাঁচাতে পারে।

ক্যাস্টর অয়েল- ক্যাস্টর অয়েল এমন একটি উপাদান যা চুলের সমস্যা চিরকালের জন্য মিটিয়ে দিতে পারে।  চুলের জন্য অত্যন্ত উপকারী এই তেল। এই তেল টাক পড়া নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত স্নানের আগে ব্যবহার করুন এই তেল।

আমন্ড অয়েল- আমন্ড অয়েলে প্রচুর পরিমানে ভিটামিন ই রয়েছে। এই তেল চুলের ডগা ফাটা দূর করে। ও চুল ঝরতে দেয় না। চুলকে মজবুত ও শক্তিশালী করে তোলে।

অলিভ অয়েল- অলিভ অয়েলে প্রচুর পরিমানে আন্টিফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে। যা খুশকি দূর করতে সাহায্য করে। এবং খুশকির কারণে চুল ঝরে পড়া রোধ করতে পারে। ও অ্যালোপেশিয়া প্রতিরোধ করে।

এ ছাড়া অতিরিক্ত গরম জল মাথায় ঢালা যাবে না এতে চুলোর কোষের ক্ষতি হতে পারে। ভিজে চুল আঁচড়ালেও টাক পড়াক প্রবণতা বেড়ে যায়।

 

PREV
click me!

Recommended Stories

আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব
বাটিতে প্রস্রাব থেকে দুই ভাইকে বিয়ে, ২০২৫-এর চর্চায় উঠে এসেছিল অদ্ভুত বিয়ের এইসব রীতি