এই টিপস মানলেই বছরের পর বছর ধরে নতুন থাকবে জুতো! পাদুকা যত্নে রাখার রহস্য জানেন?

Published : Jul 30, 2024, 07:56 PM IST
Shoe

সংক্ষিপ্ত

এই টিপস মানলেই বছরের পর বছর ধরে নতুন থাকবে জুতো! পাদুকা যত্নে রাখার রহস্য জানেন?

জামা-কাপড়ের মতো জুতোরও বিশেষ যত্ন নিতে হয়। নইলে কিছুদিন পরেই খারাপ হয়ে যায় জুতো। জামা-কাপড়ের থেকেও জুতোর যত্নের বেশি প্রয়োজন। আসুন জেনে নেওয়া যাক জুতো ভাল রাখার কিছু ম্যাজিকাল টিপস-

এমন বহু জুতো রয়েছে যাতে এয়ার পাসিং সিস্টেম রয়েছে। এইসব জুতো মাটিতে না রেখে ঝুলিয়ে রাখলে ভাল থাকে। মাটিতে রাখলে এই ধরনের জুতো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।

জুতোয় জল লাগলে বাড়ি এসে তাড়াতাড়ি ধুয়ে শুকনো জায়গায় রাখুন। যাতে জুতো ঝটপট শুকিয়ে যায়। জুতো ভিজে থাকলে ভীষণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এমন জায়গায় জুতো একদমই রাখবেন না যেখানে বৃষ্টির জল পড়ে জুতো নষ্ট হয়ে যেতে পারে। সবসময় শুকনো জায়গায় জুতোর স্ট্যান্ড রাখা উচিত।

অনেকেই খবর কাগজে মুড়ে জুতো তুলে রাখেন কিন্তু এর কারণে জুতো খারাপ হয়ে যেতে পারে। কারণ খবরের কাগজে থাকা প্রিন্টিং-এর কালি জুতোর উপরে কেমিক্যাল প্রতিক্রিয়া সৃষ্টি করে যার দরুণ জুতোর রং নষ্ট হয়ে যায়। চাইলে জুতোর মধ্যে একটা ন্যাপথালিন রেখে দিতে পারেন। এতে দীর্ঘসময় ধরে জুতো ভাল থাকে।

যে জুতো পড়লে পায়ে ফোস্কা হয় তাতে নারকেল তেল মাখিয়ে রাখুন। জুতো নরম হয়ে যাবে। আর ফোস্কা পড়ার সম্ভাবনা থাকবে না। এ ছাড়া চামড়ার জুতো পলিশ করে রাখলে তা বহুদিন টিকে থাকে। তবে এক্ষেত্রে ভাল পলিশ ব্যবহার করতে হবে।

PREV
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মন ভালো করে দেওয়া অভ্যাসগুলি জানেন?
আজ বিশ্ব মানবাধিকার দিবস, প্রতিটি অধিকার রক্ষা করা প্রয়োজন