দাঁতের হলুদ ছোপ দূর করতে পারে এই টোটকা! রোজ মাজলেই আয়নার মতো চকচক করবে দাঁত
দাঁতে হলুদ ছোপ পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। বেশ কিছু কারণে দাঁতে দাগ দেখা দেয়। এক্ষেত্রে নিয়মিত ব্রাশ করলেও ঠিক করে উপকার মেলে না। তবে এমন কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যা মানলে দাঁত চকচকে হয়।
বেকিং সোডা- টুথ পেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজতে হবে। এতে দাঁত সহজেই পরিষ্কার হয়। রোজ নিয়ম করে এই মিশ্রণ দিয়ে দাঁত মাজলে চকচে হয় দাঁত। নিমেষেই ঝকঝক করে।
লেবু আর বেকিং সোডা- লেবু আর বেকিং সোডা দিয়ে দাঁত পরিষ্কার করুন। লেবু আর বেকিং সোডার মিশ্রণ দাঁতের হলুদ দাগ দূর করতে সহায়তা করে তাই অবশ্যই এই মিশ্রণ দিয়ে দাঁত মাজুন।
নুন ও তেল- নুন আর তেল দিয়ে দাঁত মাজা একটা প্রাচীন টোটকা। এই মিশ্রণে দাঁত মারাত্মক ভাবে পরিষ্কার হয়। তাই দাঁত ঝকঝকে করতে নুন আর তেল দিয়ে দাঁত মাজতে পারেন।
আলু- আলু গোল করে কেটে দাঁতে ঘষুণ। এতে রয়েছে প্রাকৃতিক ব্লিচি যা দাঁতের কালো দাগ দূর করতে ভীষণ ভাবে সাহায্য করে। আলুর রস করেও দাঁত মাজতে পারেন।