
বর্তমানে গাছ লগান অনেকেরই শখে পরিণত হয়েছে। বাড়ির বাগানে বা ছাদে অনেকেই গাছ লাগান। কিন্তু আপনি একবার ভাবুন, আপনার শখ যদি আপনাকে উপাজর্নের পথ দেখায় তাহলে কেমন হয়! এমন একটি গাছ রয়েছে যেটি আপনি লাগালে মাত্র ১২ বছরেই আপনি কোটিপতি হয়ে যাবেন। তবে চিন্তা নেই, সেই চারার দাম কিন্তু খুব একটা বেশি নয়। আরও পাঁচটা সাধারণ চারার মতই ১৫ থেকে ২০ বা ২৫ টাকার মধ্যে। খুব বেশি হলে ৫০ টাকা। তার বেশি কিছুতেই নয়।
প্রশ্ন হচ্ছে কী সেই মহামূল্যবান গাছ? যে গাছের কথা বলছি সেই গাছের কাঠের দাম অত্যান্ত বেশি। সেই গাছের কাঠ প্রতি ঘনফুট ২০০০ থেকে ২২০০ টাকা। তবে বিক্রির সময় একটি শর্ত আপনাকে মানতেই হবে। গাছটি যাতে সোজা বা লম্বা হয়ে বাড়ে তা নিশ্চিত করা। কী সেই গাছ? মেহগিনি হল সেই মহামূল্যবান গাছ। তবে এই গাছের কাঠই শুধু দামি নয়, পাতা আর বীজও অত্যন্ত দামি।
বিশেষজ্ঞদের কথায় মেহগিনি গাছের ১২০টি চারা যদি কোউ লাগান আর সুন্দর করে লালনপলন করেন তাহলে মাত্র ১২ বছরেই সেই ব্যক্তি কোটিপতি হয়ে যবেন। মাত্র ৬ বছরেই এই গাছ সম্পূর্ণ বিকশিত হয়। তবে মেহগিনি গাছের চারা লাগলে একটি সুবিধে রয়েছে তা হল সেই গাছের ফাঁকে ফাঁকে অন্য ফলসও লাগাতে পারবেন।
কৃষকদের প্রথমে মাটি পরীক্ষা করতে হবে। মাটির পিএইচ মান ৬-৭ হতে হবে। একটি গাছ থেকে অন্য গাছের দূরত্ব নূন্যতম ৪-৫ মিটার দূরে হতে হবে। গাছটি এক ফুট চও়ড়া মাটি খুঁড়ে বসাতে হবে। প্রথম দিকে গোরব সার দিলেই চলবে। ১০০ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট , ১০০ গ্রাম ইউরিয়া আর ৫০ গ্রাম পটাস লাগবে গাছ লাগানোর সময়। জুলাই মাস মেহগিনি গাছ লাগানোর উত্তম সময়।