মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে রইল তাঁর বিশেষ কয়টি উক্তি, জীবনে এগিয়ে যাওয়ার পথে জোগাবে অনুপ্রেরণা

তাঁর একাধিক উক্তি আজও অনুপ্রেরণা জোগায় সাধারণ মানুষকে। আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে রইল এমনই উল্লেখযোগ্য কয়টি উক্তি।

 

দেখতে দেখতে পার হল ৭৫টা বছর। ১৯৪৮ সালে ৩০ জানুরায়ি হত্যা করা হয়েছিল গান্ধীজিকে। পর পর তিনটি গুলি এফোঁড় ওফোঁড় করে দিয়েছিল তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় জাতির জনক মহত্মা গান্ধীর। আজ সেই বিশেষ দিন। আজ সারা দেশ জুড়ে তাঁর মৃত্যু বার্ষিকী পালনে ব্যস্ত। এই মহান ব্যক্তিটি শুধু যে দেশে স্বাধীনতা এনে দিয়েছেন তা নয়। তিনি সারা জীবন সাধারণের জন্য লড়াই করে গিয়েছে। তাঁর একাধিক উক্তি আজও অনুপ্রেরণা জোগায় সাধারণ মানুষকে। আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে রইল এমনই উল্লেখযোগ্য কয়টি উক্তি। যা জীবনে এগিয়ে যাওয়ার পথে জোগাবে অনুপ্রেরণা। দেখে নিন এক ঝলকে। তাঁর কো কো উক্তি উজ্জ্বল করতে পারে জাতির ভবিষ্যত।

Latest Videos

১. সামান্য অভ্যেস অধিক উপদেশের থেকে ভালো।

২. মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী, সে যা ভাবে তাই হয়ে যায়।

৩. আপনি নিজের মধ্যে সেই পরিবর্তন করুন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।

৪. ক্রোধ ও অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শক্র।

৫. নিজের প্রয়োজনে দৃঢ়প্রতিজ্ঢ ছোট জীব ইতিহাস পরিবর্তন করতে পারে।

৬. জনসমর্থন ছাড়া সত্য দাঁড়িয়ে থাকে। সত্য আত্ম নির্ভরশীল।

৭. আপনি তখনই সুখী হবেন যখন আপনার চিন্তা, কথা ও কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে।

৮. যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ, যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষের জয় হবেই হবে।

৯. একজন মানুষের জীবন কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার ওপর। তাই কোনও মানুষকে যদি ভিতর থেকে চিনতে চান, তাহলে তাঁর মানসিকতা কেমন, তা জানার চেষ্টা করুন।

১০. নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয়, তেমনই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়।

১১. হিংসা গড়তে জানে না। সে শুধু ধ্বংস করে।

১২. সে সত্যের নম্রতার ছোঁটা নেই। সেই সত্য অহংকারীর ক্যারিকেচার ছাড়া আর কিছুই নয়।

১৩. আমি যেমন, ঠিক সেভাবেই নিজেকে মেলে ধরা হল আসল স্বাধীনতা।

১৪. বিশ্বের সব ধর্ম অন্যান্য বিষয়ে নানা মত পোষণ করলেও এই বিষয় এক মত যে দুনিয়ায় সত্য ছাড়া আর কিছুই চিরদিন বাঁচে না।

১৫. নিজের ভুল স্বীকার করা জমিতে ঝাট দেওয়ার মতো। যা জমিকে উজ্জ্বল ও পরিষ্কার করে।

 

আরও পড়ুন

হলুদ দিয়ে বানিয়ে নিন এই বিশেষ হেয়ার মাস্ক, জেনে নিন চুলের যত্নে কীভাবে হলুদ ব্যবহার করবেন

বিয়ের পর হঠাৎ করে কিভাবে মেয়েদের ওজন বেড়ে যায়, এই ৬ আসল কারণ

আটা বনাম ময়দা, কোনটা দ্রুত হজম হয় বা কোনটা স্বাস্ব্যের জন্য ভালো, জেনে নিন এই সংক্রান্ত বহু মিথ

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar