International Joke Day: রইল মজার ১০টি জোকস, বিশেষ দিনে এই মেসেজ পাঠিয়ে প্রিয়জনের মুখে হাসি ফোটান

পালিত হচ্ছে জাতীয় জোকস ডে। ছুটির দিন কাটান হাসি মজা করে। আর রইল ১০টি মজার জোকস। এই মেসেজ পাঠিয়ে সকলে আনন্দ দিন।

Sayanita Chakraborty | Published : Jul 1, 2023 5:49 AM IST
110

আয়নার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রাজু

রাজুর বউ: কী করছো তুমি?

রাজু: ঘুমের মধ্যে আমায় কেমন দেখতে লাগে, তা দেখার চেষ্টা চালাচ্ছি। 

- পাঠাতে পারেন এমন মজার জোকস।  

210

কেউ কেউ চাঁদের মতো,

নিজের কোনও আলো নেই।

চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়,

তারাও তেমন মেকআপের আলোয় আলোকিত হন।

- পাঠাতে পারেন এমন মজার জোকস।

310

বাবা: রোজ ঘুম থেকে উঠতে এত দেরি কেন?

ছেলে: বড় হওয়ার স্বপ্ন দেখছে তো তাই ঘুম ভাঙছে না।

- পাঠাতে পারেন এমন মজার জোকস।

410

আমি কারও সঙ্গে মিষ্টি কথা কই না।

আমি চাই না আমার জন্য কারও ডায়াবেটিস হোক।

- আজ পাঠাতে পারেন এমন মজার জোকস।

510

স্কুলে বসে ছাত্র স্ট্যাটাস দিল, ‘ক্লাস রুমে বসে ফেসবুক করছি’।

সঙ্গে সঙ্গে শিক্ষক্ষের কমেন্ট, ‘এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও’।

- এই জোকস দিবসে পাঠাতে পারেন এমন মজার জোকস।

610

আমি যদি শাহজাহান হতেম, তোমার জন্য তাজমহল বানাতাম,

আমি যদি নীল আর্মস্ট্রং হতেম, তোমার জন্য চাঁদ আনতাম,

আর যদি রাখাল হতে?

- পাঠাতে পারেন এমন মজার জোকস।

710

লোভে পাপ,

পাপে রিলেশন,

রিলেশনে বাঁশ।

বাকিটা ইতিহাস।

- পাঠাতে পারেন এমন মজার জোকস।

810

রাজু: ভাই ওষুধ খাওয়া সময় ওষুধের সব কোণা মনে করে ভেঙে নিবি।

পল্টু: কেন রে?

রাজু: এতে ওষুধের কোনও সাইড এফেক্ট হবে না।

- এই জোকস দিবসে পাঠাতে পারেন এমন মজার জোকস।

910

ভুতো: বন্ধু, কাল থেকে আমার হাতের তালুন খুব চুলকাচ্ছে। কিন্তু, কোনও টাকা পয়সা পাচ্ছি না।

কান্টু: দেখি তোর হাত খানা...। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা তোর হাতে একজিমা হয়েছে।

- আজ পাঠাতে পারেন এমন মজার জোকস।

1010

ওয়াটার... আমার চায়ে একটা মরা মাছি। হতে পারে স্যার। একটু আগে এখানে একজন মাছি মারা কেরানি বসেছিলেন।

- আজ পাঠাতে পারেন এমন মজার জোকস।

Share this Photo Gallery
click me!

Latest Videos