পালিত হচ্ছে জাতীয় জোকস ডে। ছুটির দিন কাটান হাসি মজা করে। আর রইল ১০টি মজার জোকস। এই মেসেজ পাঠিয়ে সকলে আনন্দ দিন।
আয়নার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রাজু
রাজুর বউ: কী করছো তুমি?
রাজু: ঘুমের মধ্যে আমায় কেমন দেখতে লাগে, তা দেখার চেষ্টা চালাচ্ছি।
- পাঠাতে পারেন এমন মজার জোকস।
কেউ কেউ চাঁদের মতো,
নিজের কোনও আলো নেই।
চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়,
তারাও তেমন মেকআপের আলোয় আলোকিত হন।
বাবা: রোজ ঘুম থেকে উঠতে এত দেরি কেন?
ছেলে: বড় হওয়ার স্বপ্ন দেখছে তো তাই ঘুম ভাঙছে না।
আমি কারও সঙ্গে মিষ্টি কথা কই না।
আমি চাই না আমার জন্য কারও ডায়াবেটিস হোক।
- আজ পাঠাতে পারেন এমন মজার জোকস।
স্কুলে বসে ছাত্র স্ট্যাটাস দিল, ‘ক্লাস রুমে বসে ফেসবুক করছি’।
সঙ্গে সঙ্গে শিক্ষক্ষের কমেন্ট, ‘এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও’।
- এই জোকস দিবসে পাঠাতে পারেন এমন মজার জোকস।
আমি যদি শাহজাহান হতেম, তোমার জন্য তাজমহল বানাতাম,
আমি যদি নীল আর্মস্ট্রং হতেম, তোমার জন্য চাঁদ আনতাম,
আর যদি রাখাল হতে?
লোভে পাপ,
পাপে রিলেশন,
রিলেশনে বাঁশ।
বাকিটা ইতিহাস।
রাজু: ভাই ওষুধ খাওয়া সময় ওষুধের সব কোণা মনে করে ভেঙে নিবি।
পল্টু: কেন রে?
রাজু: এতে ওষুধের কোনও সাইড এফেক্ট হবে না।
ভুতো: বন্ধু, কাল থেকে আমার হাতের তালুন খুব চুলকাচ্ছে। কিন্তু, কোনও টাকা পয়সা পাচ্ছি না।
কান্টু: দেখি তোর হাত খানা...। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা তোর হাতে একজিমা হয়েছে।
ওয়াটার... আমার চায়ে একটা মরা মাছি। হতে পারে স্যার। একটু আগে এখানে একজন মাছি মারা কেরানি বসেছিলেন।