পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ? এবার আর ২৪ ঘণ্টায় নয়, ২৫ ঘণ্টায় দিন, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের

পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ? এবার আর ২৪ ঘণ্টায় নয়, ২৫ ঘণ্টায় দিন, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের

Anulekha Kar | Published : Aug 3, 2024 4:22 AM IST
19
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

শিশু হোক বা বয়স্ক চাঁদ দেখার প্রতি আগ্রহ যেন কম-বেশি সকলেরই রয়েছে। রাত হলেই আকাশে ঝলমল করে এই উপগ্রহটি।

29
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

চাঁদের সৌন্দর্যের কাছে যেন সব সৌন্দর্যই বড়ই ফিকে। ম্লান। রাতটুকু অপূর্ব করে তোলে এই উপগ্রহ।

39
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

কিন্তু আশ্চর্য এক দাবি তুলেছেন বিজ্ঞানীরা। বলেছেন ধীরে ধীরে নাকি পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

49
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

কিন্তু ঠিক কোন কারণে এমন ঘটনা ঘটেছে। সে সম্পর্কে সঠিক কোনও ধারণা দিতে পারছেন না বিজ্ঞানীরা।

59
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

কিন্তু সত্যিই চাঁদ বেশ অনেকটা সরে গিয়েছে বলে লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।

69
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

চাঁদের সরে যাওয়া কিন্তু পৃথিবীর উপরেও প্রভাব ফেলতে পারে। প্রতি বছর প্রায় ৩ দশমিক ৮ সেন্টিমিটার সরে যাচ্ছে চাঁদ। এমনই দেখছেন বিজ্ঞানীরা।

79
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

চাঁদের সরে যাওয়ার কারণে পৃথিবীর দিন ও রাতের সময়ের উপরে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

89
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

মহাকাশ গবেষেকরা বলেছেন, যদি এভাবে চাঁদ সরতে থাকে তাহলে আগামীতে ২৪ ঘণ্টার বদলে ২৫ঘণ্টা দিন থাকবে পৃথিবীতে।

99
পৃথিবীর থেকে সরে যাচ্ছে চাঁদ?

বহু বছর আগে দিনে ১৮ ঘণ্টা দিন হত পৃথিবীতে। পরে তা ২৪ ঘণ্টায় এসে ঠেকেছে। এবার আরও এক ঘণ্টা বেড়ে যাবে দিনের সময়।

Share this Photo Gallery
click me!

Latest Videos