সারাক্ষণ ঘরে অশান্তি লেগে থাকছে? সংসারে শান্তি আনবে বাস্তুর এই নিয়ম

সারাক্ষণ ঘরে অশান্তি লেগে থাকছে? সংসারে শান্তি আনবে বাস্তুর এই নিয়ম

Anulekha Kar | Published : Jul 24, 2024 2:55 PM
18
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

সংসারে সারাক্ষণ ঝগড়া, অশান্তি লেগেই রয়েছে? কিছুতেই শান্তি থাকছে না বাড়িতে?

28
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

বাস্তুশাস্ত্র মানলে সংসারের অশান্তি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কীভাবে? জেনে নিন

38
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

বাস্তু বিশেষজ্ঞরা বলেন রপুরান আসবাব সংসারের অশান্তির মূল কারণ। তাই ঘর থেকে পুরান আসবাব দূর করুন। এই সব জিনিস ঘরে নিগেটিভি এনার্জি বয়ে আনে।

48
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর-বাড়ি অপরিষ্কার থাকলে যেকোনও সময় বাস্তুদোষ দেখা যায় ও ঘরে ঝগড়া বিবাদ লেগেই থাকে।

58
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

এ ছাড়া ঘরের নিগেটিভ এনার্জি কাটাতে সাহায্য করে নুন। ঘর মোছার জলে সামান্য নুন দিলেই বাস্তুদোষ কেটে যায়।

68
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

সদর দরজার সামনে অপরিষ্কার থাকলে ঘরে অশান্তি বিবাদ লেগে থাকে। তাই নিয়ম করে সদর দরজার সামনে পরিষ্কার রাখতে হবে।

78
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

কখনই সদর দরজার সামনে কোনও আবর্জনা ফেলে রাখবেন না এতে সংসারে লক্ষ্মী থাকে না।

88
ঘরে অশান্তি-বিবাদ লেগেই থাকে?

এ ছাড়া ঘরে পজিটিভ এনার্জি এনে দিতে পারে সুগন্ধ। সুগন্ধিত ঘর থাকা মানে সেখানে সুখ শান্তি বিরাজ করা তাই স্নীগ্ধ রুম ফ্রেশনার ব্যবহার করলে অশান্তি বিবাদ দূর হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos