মানবদেহের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ এটি! দেহে সব থেকে বেশি কাজ করে, জানেন না অনেকেই
মানবদেহের সবকটি অঙ্গই ভীষণ প্রয়োজনীয়। যেকোনও একটা অঙ্গও অচল হয়ে গেলেই শরীরে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে এমনকী প্রাণও যেতে পারে। তবে মানব দেহে এমন কয়েকটি অঙ্গ রয়েছে যা অন্যান্য অঙ্গের থেকে বেশি কার্যকর। অন্যান্য অঙ্গের থেকে বেশি পরিশ্রমী।
সারাদিনের কাজ, হাঁটা, চলা বা খাওয়া সব কিছুতে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ জড়িয়ে রয়েছে। প্রতিটা অঙ্গইভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। এই সবকটি অঙ্গেই একে অপরের পরিপূরক। একটি অঙ্গে সমস্যা দেখা দিলে তার প্রভাব অন্য অঙ্গের উপরেও পড়ে।
মানবদেহের এই অঙ্গ সত্যিই অত্যন্ত পরিশ্রমী। এর কাজ বাকি সবকটি অঙ্গের থেকে অনেকটাই বেশি। যার কাজের কোনও শেষ নেই একেবারেই থামে না এই অঙ্গের কাজ। বা কোনও ভাবে এটি বিকল হলেই মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে অনেকেই মনে করেন যে এই পরিশ্রমী অঙ্গটি হল লিভার। তবে এই ধারনা সম্পূর্ণ ভুল। লিভার সব থেকে বেশি কাজ করা অঙ্গ নয়।
আবার অনেকেরই ধারনা যে এই অঙ্গটি মস্তিষ্ক হতে পারে কারণ মস্তিষ্ক ছাড়া অন্যান্য যেকোনও অঙ্গ অচল হয়ে পড়বে। তবে এই ধারনাও সম্পূর্ণ ভুল। কারণ মানবদেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও মস্তিষ্ক সব থেকে বেশি কাজ করে না।
মানবদেহের সমস্ত অঙ্গের মধ্যে সব থেকে বেশি কাজ করে হৃদপিণ্ড। এর কাজ অন্যান্য অঙ্গের তুলনায় অনেক বেশি। কারণ হৃদপিণ্ডের কাজ কখনই থামে না। এবং থামলেই তা প্রাণ কেড়ে নেয়।