মাত্র এক টুকরো বরফই দেবে পার্লারের মতো গ্লো! টাকা খরচ না করেই মিলবে প্রাকৃতিক অভাব

মাত্র এক টুকরো বরফই দেবে পার্লারের মতো গ্লো! টাকা খরচ না করেই মিলবে প্রাকৃতিক অভাব

Anulekha Kar | Published : Jun 30, 2024 3:34 PM IST
18
মুখে বরফ ঘষলে কী হয়?

চেহারার সৌন্দর্য বাড়াতে আমরা বিভিন্ন রকম উপাদান ব্যবহার করি। কিন্তু এমন কিছু পথ্য রয়েছে যা নিমেষে ত্বকের উজ্জ্বলতা এনে দিতে পারে।

28
মুখে বরফ ঘষলে কী হয়?

এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান হল বরফ। বরফ ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

38
মুখে বরফ ঘষলে কী হয়?

আসুন জেনে নেওয়া যাক নিয়মিত বরফ ব্যবহার করলে ত্বকের কী কী উন্নতি হয়?

48
মুখে বরফ ঘষলে কী হয়?

ব্রণ-এর সমস্যা মেটাতে বরফ অত্যন্ত উপকারী। ব্রণ নিরাময়ে এর কোনও তুলনা হয় না।

58
মুখে বরফ ঘষলে কী হয়?

বরফ ত্বককে টানটান রাখে ও বার্ধক্যজনিত সমস্যা রোধ করতে সহায়তা করে।

68
মুখে বরফ ঘষলে কী হয়?

কোলাজেন উৎপাদনে সহায়তা দেখায় যার জেরে ত্বকের বয়স কম মনে হয়।

78
মুখে বরফ ঘষলে কী হয়?

মেকআপ করার আগে বরফ ঘষলে ত্বকে মেকআপ ভীষণ ভাল করে বসে ও ত্বক ফ্যাকাসে মনে হয় না।

88
মুখে বরফ ঘষলে কী হয়?

আইসি থেরাপি মুখে রক্ত প্রবাহ বাড়াতে সহায়তা করে এবং ত্বককে প্রাকৃতিক আভা দেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos