পুজোর আগেই রইল দারুণ ট্রিকস! মানুন ওজন কমানোর অসাধারণ ফর্মুলা, ৭ দিনেই বদল আসবে চেহারায়

পুজোর আগেই রইল দারুণ ট্রিকস! মানুন ওজন কমানোর অসাধারণ ফর্মুলা, ৭ দিনেই বদল আসবে চেহারায়

Anulekha Kar | Published : Sep 18, 2024 3:41 PM IST / Updated: Sep 18 2024, 09:58 PM IST
18
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

সামনেই পুজো। এই ক্ষেত্রে ঝটপট ওজন ঝরাতে হবে। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় যা ৭ দিনেই ওজনে বড় বদল আনতে পারে।

28
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

সঠিক ডায়েট মানলে অবশ্যই ৭ দিনের মধ্যে বেশ খানিকটা ওজন ঝরতে পারে। তবে অবশ্যই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

38
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

প্রথম যে নিয়মটা আসছে তা হল ফল খাওয়া। ৭ দিনে চেহারায় বদল আনতে প্রচুর পরিমাণে ফল খেতে হবে।

48
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

ফলের মধ্যে থাকা ফাইবার ওজন ঝরাতে অত্যন্ত সাহায্য করবে। এ ছাড়া রোজ নিয়ম করে ৮ থেকে ১২ গ্লাস জল পান করতেই হবে। তবেই আসবে চেহারায় বদল।

58
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

প্রচুর পরিমাণে সবজি খেতে হবে। তেল খাওয়া একেবারেই চলবে না। প্রয়োজন হলে অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারেন। 

68
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

খাদ্য তালিকায় আলু রাখা একেবারেই চলবে না। সব খাবার থেকে আলু বাদ দিতে হবে।

78
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

কলা ও আলু একেবারেই বাদ থাকবে এই ৭ দিনের ডায়েটে। কোনও মতেই কলা বা আলু খাওয়া চলবে না। এতে ওজন কমানো যাবে না।

88
মাত্র ৭ দিনেই আনুন চেহারায় বদল!

বহুক্ষণ পেট ভরিয়ে রাখতে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এতে ডিহাইড্রেশনও হবে না এবং ঝটপট ওজন ঝরে যাবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos