ফাল্গুন মাসে আসে রঙের উৎসব। এই বছরও হোলি উৎসব পড়েছে মার্চ মাসে। হোলির আগের দিন হয় হোলিকা দহন।
হোলিকা দহন একটি পবিত্র অনুষ্ঠান। এই দিন ভক্ত প্রহ্লাদ হোলিকা বধ করেছিলেন। তাই এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এদিন অশুভ কে পরাজিত করে শুভ-র জয়ের দিন। অত্যন্ত শুভ এই অনুষ্ঠান। তাই বাঙালিরা হোলির দিন এই উৎসব পালন করেন।
ঘরে ঘরে হয় ন্যাড়া পোড়া বা বুড়ি পোড়ানো। পাঠ কাঠি জ্বালিয়ে এই উৎসব পালন করা হয়। এর সাথে সাথে শুরু হয়ে যায় দোল উৎসব।
"আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল" এই ছড়া এখনও ঘরে ঘরে জানে। এদিন ন্যাড়া পোড়ানোর সময় এই ছড়া বলার প্রচলন রয়েছে।
কবে পড়েছে এই বছরের ন্যাড়া পোড়ানোর দিন? এই বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পড়েছে ১৩ মার্চ।
সকাল ১০ টা ২৫ মিনিট থেকে শুরু করে ১৪ মার্চ দুপুর ১২টা ২৩ মিনিটে শেষ হচ্ছে পূর্ণিমা তিথি।
সেই মতো আগের দিন হোলিকা দহন। হোলিকা দহনের শুভ সময় ১৩ মার্চ রাত ১১ টা ২৬ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত।
Anulekha Kar