সুপ্ত মৎস্যেন্দ্রাসন
মেটে চিত হয়ে শুয়ে হাঁটু ভেঙে পা দুটো মাটিতে রাখুন। একটা হাঁটু বুকের দিকে আনুন এবং হাত দিয়ে ধরে রাখুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটু বাম দিকে নিয়ে যান এবং মাথা ডান দিকে ঘোরান। অন্য হাতটা সোজা করে রাখুন। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন এবং তারপর বিশ্রাম নিন।