মশা দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা, পাতিলেবুর গুণে মিলবে উপকার, জেনে নিন কীভাবে

Published : Jan 27, 2025, 12:05 PM IST
mosquito

সংক্ষিপ্ত

শীতকালে মশার উপদ্রব থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়ে লেবু, সরিষার তেল, লবঙ্গ এবং কর্পূর ব্যবহার করুন। মশা তাড়ানোর পাশাপাশি ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেষ্ট থাকুন এবং পরিবেশ পরিষ্কার রাখুন।

শীতের সময় মশার উপদ্রপ বেড়েই চলে। সারাক্ষণ কানের কাছে ভোঁ ভোঁ করছে মশা। এই সময় সারাদিন মশার ধূপ জ্বালিয়ে রাখলে যেন ভালো হয়। কিন্তু, বাস্তবে তা তো সম্ভব নয়। আবার অনেক সময় মশার ধূপেও যেন মশা যায় না। এবার মশা দূর করুন ঘরোয়া উপায়। পাতিলেবুর গুণে দূর করুন মশা।

প্রথমে একটি পাতিলেবু নিয়ে তা ভালো করে পরিষ্কার করে নিন। এবার লেবুর মুখের দিকে একটি ধারালো ছুরি দিয়ে কেটে নিন। ওই লেবুর ভিতর থেকে মুখের দিক থেকে কিছুটা লেবু চামচ দিয়ে তুলে নিন গোল করে কেটে। দেখতে হবে যাতে লেবুটি ফেটে না যায় বা নষ্ট না হয়। এবার ওই লেবুর মধ্যে একটু সরষের তেল দিতে হবে তারপর লবঙ্গ এবং কর্পূরটি দিয়ে দিন। তারপর ওপরে তুলোটি বসিয়ে দিন। এবার দেশলাই দিয়ে জ্বালিয়ে ঘরের দরজা বন্ধ করে দিন। এক নিমেষে মশা দূর হবে।

এই সময় মশার কারণে একাধিক রোগের শিকার হচ্ছেন অনেকে। মশার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের কথা সকলেরই জানা। এই সময় সুস্থ রাখতে নিজেকে রক্ষা করুন। মশা থেকে দূরে থাকুন। বাড়িতে মশা ঢুকতে দেবেন না। ঘরোয়া এই টোটকা মেনে চলুন। এতে মিলবে উপকার। তেমনই ঘরের চারপাশ পরিষ্কার করুন। ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন। এতে এমন মশার জন্ম হবে না। তেমনই পাত্রে জল ধরে রাখবেন না। নোংরা জমে থাকা জল থেকে মশার জন্ম হয়। তেমনই নর্দমা পরিষ্কার করান। সেখান থেকে মশা জন্মায়।

এরই সঙ্গে বাচ্চাদের মশা থেকে রক্ষা করুন। এমন পদ্ধতি মেনে মশা তো দূর করবেনই। তেমনই রাতে মশারি টাঙিয়ে রাখুন। এতে মিলবে উপকার। শীতের সময় মশার উপদ্রপ বেড়ে চলে। এই সময় নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয় মশার কারণে। মেনে চলুন এই বিশেষ টিপস। 

 

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা