নেলপলিশের কারণে হতে পারে ক্যান্সার, মস্তিষ্কের সমস্যা! সাজগোজ করার আগে জেনে নিচ্ছেন তো?
নেলপলিশের কারণে হতে পারে ক্যান্সার, মস্তিষ্কের সমস্যা! সাজগোজ করার আগে জেনে নিচ্ছেন তো?
Anulekha Kar | Published : Jul 3, 2024 8:20 AM IST
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
মারাত্মক ক্ষতিকারক নেইলপলিশ!তাই ব্যবহার করার আগে অবশ্যই সাবধান হতে হবে। এই উপাদানের ব্যবহারের ফলে কী কী ক্ষতি হতে পারে তা জানেন?
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
জানলে অবাক হবেন, ক্যান্সার হওয়ার কারণ হতে পারে নেইলপলিশ। শুধু তাই নয় মস্তিষ্কের স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলতে পারে নেইলপলিশ।
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
সারাদিন হাতে যে নেইল পেইন্ট থাকে তাতে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এতে রয়েছে ফরমালডিহাইড, ডিপ্রোপাইল ফ্যাথালেটের মতো অনেক ক্ষতিকারক রাসায়নিক।
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
নেইলপলিশ মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। এতে থাকা বিপজ্জনক রাসায়নিক মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নেইল পলিশে রয়েছে স্পিরিট যা শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে দেয়।
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
নেইল পলিশে থাকা রাসায়নিকের কারণে মস্তিষ্কের রক্তপ্রবাহও ব্যাহত হয়। যার দরুণ মাথা ব্যথা ও দুর্বলতাও দেখা দেয়।
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
নেইলপলিশে অ্যাক্রিলেটস নামক একটি বিপজ্জনক রাসায়নিক থাকে এই রাসায়নিক কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
নেইলপলিশের মধ্যে টলিউইন নামক রাসায়নিক পদার্থ রয়েছে। এই ক্ষতিকারক রাসায়নিক পদার্থ প্রজনন ক্ষমতার উপরও দারুণ প্রভাব ফেলে।
হাতে সবসময় নেইলপলিশ লাগিয়ে রাখেন? কী ক্ষতি হচ্ছে জানেন?
এই রাসায়নিক গর্ভবতী মহিলাদের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। এই রাসায়নিকগুলি গর্ভের শিশুর কাছে পৌঁছে মারাত্মক ব্যাধির কারণ হতে পারে। তাই গর্ভাবস্থায় নেইলপলিশ পড়া উচিত নয়।