রাতে ভালো ঘুম হতে সাহায্য করে এমন কিছু পানীয় সম্পর্কে জেনে নেওয়া যাক।
28
হলুদ দুধ
দুধে থাকা ক্যালসিয়াম ঘুম আনতে সাহায্য করে। ক্যালসিয়াম 'ট্রিপটোফ্যান'-কে মস্তিষ্কে পৌঁছে দেয়, যা ঘুম সহায়ক হরমোন 'মেলাটোনিন' তৈরি করে। একইভাবে, হলুদের কারকিউমিনও ভালো ঘুম হতে সাহায্য করে।