আমাদের দৈনিক খাদ্যাভাসের খারণেই স্বাস্থ্যের ক্ষতি হয়। যৌন জীবনেও মারাত্মক ভাবে প্রভাব পড়ে। বংশবৃদ্ধি করার ক্ষমতাও কমে যায়।
তবে আবার সব দিকে ভারসাম্য রক্ষা করতে পারে এই খাবারই। এমন কিছু খাবার রয়েছে যা দাম্পত্য জীবনে একদম ওষুধের মতো কাজ করে।
যৌন জীবন নিয়ে খুব একটা মাথা ঘামান না এমন পুরুষের অভাব নেই। প্রথমত তাঁরা এটাকে সমস্যা বলে মানতেই চান না। কিন্তু অজান্তেই যৌন সমস্যায় ভুগছেন বহু পুরুষ।
এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রথমে না নিতে চাইলে, ডায়েটে বদল আনতে পারেন। আসুন জেনে নেওয়া যাক বিশেষ ফুড চার্ট ফর সেক্সুয়াল লাইফ।
কলা এমন একটা ফল যাতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে। এই ফল রোজ খেলে যৌন জীবনে কখনও ভাটা আসবে না। এবং পুরুষদের বন্ধাত্বও রোধ হবে।
সয়াবিন বীজ। বাজারে সহজেই পাওয়া সয়াবিন সিডস। এই উপাদান বিছানায় ঝড় তুলতে ভীষণ কার্যকর। পাশাপাশি স্পার্ম কাউন্ট বাড়িয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে।
পালংশাকে প্রচুর আয়রন রয়েছে। এটি পুরুষদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া এতে রয়েছে ভিটামিন ই। ভইটামিন ই সেক্সুয়াল সমস্যা দূর করতে পারে।
ওয়ালনাট অর্থাৎ আখরোট- এই বাদাম কিন্তু দাম্পত্য জীবনে সুখের জোয়ার আনতে পারে। পুরুষঘটিত সমস্যা মেটাতে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদন।
Anulekha Kar