মকর সংক্রান্তির মাধ্যমেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হোক। রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। - সূর্য বছরের বিভিন্ন সময় ১২টি রাশির মধ্যে দিয়ে যায়। যে রাশিতে সূর্য প্রবেশ করে তাকে সেই সংক্রান্তি হিসেবে চিহ্নিত করা হয়। তেমনই, সূর্য মকর রাশিতে প্রবেশ করলে বলা হয় মকর সংক্রান্তি।