রাত পোহালেই মকর সংক্রান্তি। হিন্দু শাস্ত্রে, মকর সংক্রান্তির গুরুত্ব রয়েছে বিস্তর। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই দিন গঙ্গা স্নানের গুরুত্ব রয়েছে বিস্তর। এই দিন সূর্য দেবকে অর্ঘ্য দিয়ে থাকেন অনেকে। এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকলকে।
গুড়ের মিষ্টি স্বাদ আর তিলের উষ্ণতা আপনার জীবন সুখময় করে তুলুক। রইল মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। - এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকলকে। পাঠান এমন বার্তা।
আনন্দ, নিষ্ঠা, আন্তরিকতা ও অনেক আশা নিয়ে আপনাকে ও আপনার পরিবারকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। - সকলকে পাঠিয়ে দিন এমন বার্তা। এই শুভ তিথিতে সকলের শুভ কামনা করুন।
তোমার জীবন ভালোবাসায় ভরে উঠুক, তোমার জীবন সম্পদে পূর্ণ হোক। তুমি হও সুখী। শুভ মকর সংক্রান্তি। - পাঠান এমন বার্তা। এই সকল বার্তা হৃদয় ছুঁয়ে যাবে সকলের।
মকর সংক্রান্তির শুভ দিনে, আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হোক। রইল মকর সংক্রান্তির শুভ কামনা। - এই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন সকলকে। এমন বার্তা মন কাড়বে সকলের।
আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক ওপরে উঠুন। যেভাবে ঘুড়ি আকাশের উড়ে যায়। জীবন কাটুক আনন্দে। রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। - পৌষ মাসে সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখন মকর সংক্রান্তি পালিত হয়। এই উৎসব উত্তরায়ণ নামেও পরিচিত।
মকর সংক্রান্তির শুভ দিনে আপনার সুস্বাস্থ্য, শান্তি ও সুখ কামনা করুন। রইল শুভেচ্ছা। - এই বার্তা পাঠিয়ে দিন সকলকে। মকর সংক্রান্তির দিন পাঠান এমন বার্তা।
মকর সংক্রান্তির মাধ্যমেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হোক। রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। - সূর্য বছরের বিভিন্ন সময় ১২টি রাশির মধ্যে দিয়ে যায়। যে রাশিতে সূর্য প্রবেশ করে তাকে সেই সংক্রান্তি হিসেবে চিহ্নিত করা হয়। তেমনই, সূর্য মকর রাশিতে প্রবেশ করলে বলা হয় মকর সংক্রান্তি।
এই মকর সংক্রান্তিতে আপনার জীবনে মঙ্গল, শান্তি সুস্বাস্থ্য ও সুখের সূচনা করুক। শুভ মকর সংক্রান্তি। - এই দিন পাঠান এমন বার্তা। সকলের শান্তি ও সুস্বাস্থ্য কামনা কামনা করুন এই দিন।
শুভ হোক মকর সংক্রান্তি। দিনটি তোমার জন্য শুভ হোক। আগামী সময় জীবন হোক আনন্দময়। রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। জীবনে আসুক আনন্দ। - জানাতে পারেন এই বার্তা। এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এটি মকর সংক্রান্তি বা উত্তরায়ণ নামে পরিচিত।
রঙিন ঘুড়ি যেমন মহাকাশে উড়ে যায়, আমি একইভাবে আপনার জীবনে সাফল্য কামনা করি। রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। শুভ মকর সংক্রান্তি। - জানান এমন শুভেচ্ছা বার্তা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির এই বিশেষ উৎসব। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়।