ডায়মন্ড হারবার : ভাইফোঁটা নিয়ে দিদিকে বাঁচিয়ে ভাই চলে গেল না ফেরার দেশে!

দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে এসে গুলিবিদ্ধ যুবক। পরে দিদির কোলেই মৃত্যুবরণ ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারের দক্ষিণ কুলেশ্বর এলাকায়। মৃত যুবকের নাম মিঠুন সর্দার (২৪)। পারিবারিক জমি বিবাদ থেকে ঘটনার সূত্রপাত।

Share this Video

দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে এসে গুলিবিদ্ধ যুবক। পরে দিদির কোলেই মৃত্যুবরণ ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারের দক্ষিণ কুলেশ্বর এলাকায়। মৃত যুবকের নাম মিঠুন সর্দার (২৪)। পারিবারিক জমি বিবাদ থেকে ঘটনার সূত্রপাত। ভাসুরের ছেলের বিরুদ্ধেই গুলি করে খুনের অভিযোগ।

Related Video