জেনে নিন কেন ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিনটি পালিত হয় চকোলেট ডে হিসেবে, কীভাবে এসেছে এই ধারণা

Published : Feb 09, 2023, 07:49 AM IST
Chocolate Day

সংক্ষিপ্ত

ভ্যালেন্টাইন্স ডে হল ভালোবাসা, বন্ধন ও সম্পর্ক উদযাপনের দিন। ভালোবাসার সপ্তাহের ক্যালেন্ডার অনুসারে, তৃতীয় দিন অর্থাৎ আজ পালিত হচ্ছে চকোলেট ডে।

গোটা সপ্তাহ জুড়ে একেক দিন রয়েছে এক এক বিশেষ উৎসব। উৎসবের শুরু রোজ ডে দিয়ে। তার পর আসে প্রপোজ ডে। আসে চকোলেট ডে, টেডি ডে থেকে শুরু করে কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে। এই সকল দিনগুলোতে বিশ্বব্যাপী মানুষগুলো তাদের ভালোবাসা প্রকাশ করে। ভ্যালেন্টাইন্স ডে হল ভালোবাসা, বন্ধন ও সম্পর্ক উদযাপনের দিন। আর এই সকল দিনগুলো এই বিশেষ সপ্তাহের এক অংশ। ভালোবাসার সপ্তাহের ক্যালেন্ডার অনুসারে, তৃতীয় দিন অর্থাৎ আজ পালিত হচ্ছে চকোলেট ডে। আজ সকলেই প্রিয়জনকে মিষ্টি ও চকোলেট উপহার দিয়ে থাকেন।

তবে, এই দিনটি পালনের পিছনে রয়েছে বিশেষ কারণ। জানা যায়, এটি খ্রিষ্টান অনুষ্ঠান। সেন্ট ভ্যালেন্টাইনকে সম্মানিত করার এটি একটি বিশেষ দিন। অনেক দেকে এই দিনটি সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। থাকে সরকারি ছুটি। ইতিহাস ঘাঁটলে জানা যায়, ১৯ শতকে একটি ব্রিটিশ পরিবার তাদের কোকো মাখন ব্যবহার করার উপায় খুঁজছিলেন। রিচার্ড ক্যাডবেরি এটি আবিস্কার করেন। ভিক্টোরিয়ান যুগে এই রিচার্ড ক্যাডবেরি নামে ব্যক্তি চকোলেট বিক্রি করতেন। তিনিই একবার হার্ট শেপেড বক্সে চকোলেট ভরে বিক্রি করতে শুরু করেন। সেই থেকে চকোলেট উপহার দেওয়ার রীতি শুরু হয়। এই রীতি প্রথম শুরু করে মোরোজফ নামের এক চকোলেট বিক্রেতা।

তবে, বর্তমানে এই রীতি পালন করে চলেছে সারা বিশ্ব। ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন পালিত হয় চকোলেট ডে। এই দিনে কাছের মানুষকে চকোলেট দিয়ে থাকেন সকলে। সঙ্গে দিয়ে থাকেন ভালোবাসার বার্তা। এটিই এই সপ্তাহের এমন একটি দিন যা ভালোবাসার সঙ্গে সম্পর্কীত। এই দিনে অনেকে নিজের হাতে তৈরি চকোলেট উপহার দিয়ে থাকেন ভালোবাসার মানুষকে। এতে বাড়ে ভালোবাসার রঙ। তেমনই মনে করা হয়, চকোলেট উপহার দিলে সম্পর্কে আসে মিষ্টতা।

সে যাই হোক, আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে চকোলেট ডে। আজ ভালোবাসার মানুষকে দিন এমন উপহার। এতে যেমন গাঢ় হবে প্রেমের রঙ তেমনই সম্পর্কে আসবে মিষ্টতা। সঙ্গে অবশ্যই দিন গোলাপ। এটি ভালোবাসা প্রতীক। সারা বছর এই সাতটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। পছন্দের মানুষকে মনের কথা জানানোর এটিই সেরা সময়। তেমনই ভালোবাসার সপ্তাহে চকোলেট ডে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন চকোলেট কিংবা মিষ্টি বিতরনের রীতি প্রচলিত রয়েছে বহুদিন ধরে।

 

আরও পড়ুন

এই কয় উপায় প্যাক তৈরি করুন অ্যাভোকাডো অয়েল দিয়ে, দূর হবে চুলের যাবতীয় সমস্যা

আজ থেকে ৩০ দিনের জন্য পুরোপুরি বন্ধ রাখুন চিনি খাওয়া, মিলবে আশ্চর্য সুফল

ফুসকুড়ির সমস্যা দূর করতে এই কয় উপায় ব্যবহার করুন নিম তেল, এই কয় উপায় মিলবে উপকার

PREV
click me!

Recommended Stories

Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?
বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি