Teddy Day স্পেশ্যাল হয়ে উঠবে এই উপায়, রইল বিশেষ কয়টি আইডিয়া, দেখে নিন কী করবেন

আজ প্রেমের সপ্তাহের চতুর্থ দিন। সকলেই আজ মনের মানুষকে টেডি উপহার দিয়ে পালন করছেন টেডি ডে। শুধু উপহার দিলেই হল না, দিনটি একেবারে অন্যভাবে পালন করতে মেনে চলুন এই টিপস।

চলছে ভ্যালেন্টাইন্স উইক। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তার পর একে একে আসে প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, কিস ডে, হাড ডে আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। আজ প্রেমের সপ্তাহের চতুর্থ দিন। সকলেই আজ মনের মানুষকে টেডি উপহার দিয়ে পালন করছেন টেডি ডে। শুধু উপহার দিলেই হল না, দিনটি একেবারে অন্যভাবে পালন করতে মেনে চলুন এই টিপস।

আজ টেডি উপহার দিয়ে থাকেন সকলেই তার মনের মানুষকে। এই টেডির সঙ্গে দিতে পারেন চকোলেট বোকে। চকোলেট কম-বেশি সকলেরই পছন্দের। তাই টেডির সঙ্গে চকোলেট পেলে খুশিই হবে সে।

Latest Videos

আজ ডিনার ডেটের পরিকল্পনা করতে পারে। আজ সঙ্গীকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যান। সেখানে গিয়েই টেডি উপহার দিন। আজকের দিনটি কাটবে একবারে অন্যভাবে।

টেডির সঙ্গে চকোলেট বক্স দিতে পারেন। কাস্টমাইজ চকোলেট বক্স দিতে পারেন মনের মানুষকে। এখন বিভিন্ন নকশার চকোলেট বক্স পাওয়া যায়। চাইলে বক্সের গায়ে আপনার ও আপনার প্রেমিকের ছবি প্রিন্ট করে বসাতে পারেন। এই বক্সে তার পছন্দের সকল চকোলেট ভরে দিন বাক্সে। এর সঙ্গে দিন লাল গোলাপ ও টেডি। এতে সম্পর্ক হবে আরও মজবুত। প্রকাশ পাবে আপনার মনের অনুভূতি। এভাবে দিনটি করে তুলুন আরও স্পেশ্যাল।

প্রতি বছর তো টেডি উপহার দিয়ে থাকেন। এবছর দিতে মুভি ডেটের প্ল্যান করুন। আজ ভালো কোনও ছবি দেখার পরিকল্পনা করতে পারেন। এতে দিন ভালো কাটবে। আজ ভাল করে সিনেমা দেখার পরিকল্পনা করুন। সারাদিন এক সঙ্গে কাটান। এতে গাঢ় হবে প্রেমের রঙ

তেমনই আজ টেডি ডে-তে শপিং এর পরিকল্পনা করতে পারেন। অনেকেই টেডি উপহার দিতে চান না। সে ক্ষেত্রে আজ শপিং এর পরিকল্পনা করুন। আজ প্রেমিকাকে নিয়ে শপিং করতে যান। এতে গাঢ় হবে প্রেমের রঙ।

চাইলে হাতে নিজের হাতে বানিয়ে টেডি দিতে পারেন। কীভাবে টেডি বানানো যায় তা অনলাইনে দেখে নিন। বানিয়ে ফেলুন সেই পদ্ধতি মেনে। এমন জিনিস উপহার দিন। এতে গাঢ় হবে প্রেমের রঙ। আপনার হাতে তৈরি এমন জিনিস মন কাড়বে সকলের। এভাবে করুন টেডি ডে। শুধু টেডি নয়, সঙ্গে দিন বিশেষ কয়টি টিপস। প্রেমের রঙ হবে আরও গাঢ়। 

 

আরও পড়ুন

মালয়ালম অভিনেত্রীকে সম্মান জানাল গুগল, দেখে নিন এই অভিনেত্রীর অবদানের কথা

ব্যবহার করুন এই চারটি ফেসপ্যাকের মধ্যে একটি, নিষ্প্রাণ ত্বকে মুহূর্তে আসবে জেল্লা

লং ডিসট্যান্স রিলেশনশিপ টিকিয়ে রাখতে রয়েছে খুব সহজ কিছু উপায়, রইল টিপস 

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
Suvendu Adhikari Live: শুভেন্দুর স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার, দেখুন সরাসরি
West Bengal-এ সন্ত্রাসের বিরুদ্ধে Suvendu Adhikari-র বিক্ষোভ মিছিল! দেখুন সরাসরি