গরম পড়ছে , পেট খারাপ হলে বাড়িতেই তৈরি করুন জীবনদায়ী ওআরএস

  • বেশিরভাগ ক্ষেত্রেই পেটখারাপের ক্ষেত্রে  তেমন কোনও ওষুধের প্রয়োজন হয় না
  • পেট খারাপ  বা আন্ত্রিকের সময়ে সবচেয়ে বড় যে সমস্য়া হয় তা হল জলশূন্য়তা
  • তাই শরীর যাতে জলশূন্য় বা ডিহাইড্রেট হয়ে না-যায়, সেদিকে নজর রাখতে হবে
  • আর তার জন্য় দরকার ওআরএস, যা আপনি চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন

Sabuj Calcutta | Published : Mar 13, 2020 1:56 PM IST

আন্ত্রিক রোগে আমাদের মতো উন্নয়নশীল দেশে শিশুমৃত্য়ুর সংখ্য়া আগের চেয়ে কমানো গিয়েছে এরজন্য় কিন্তু গ্রামে গ্রামে আলাদা করে হাসপাতাল তৈরি করতে হয়নি গ্রামে গ্রামে আলাদা করে ডাক্তার পাঠাতে হয়নি শুধু একটাই কাজ করতে হয়েছে তা হল গ্রামের মানুষকে বোঝানে, কী করে বাড়িতেই জীবনদায়ী ওআরএস বানিয়ে তা খানিকক্ষণ অন্তর অন্তর খাওয়াতে হবে বাচ্চাকে

এভাবে দেখা গিয়েছে, ওআরএস খাওয়ানোর ফল জলশূন্য়তায় যে অসংখ্য় শিশুর মৃত্য়ু হত, তা অনেকটাই কমানো গিয়েছে আসলে, বেশিরভাগ পেট খারাপ আপনা আপনিই সেরে যায় তার জন্য় সেভাবে কোনও ওষুধপত্র দরকার হয় না কিন্তু বারবার পায়খানা-বমির কারণে শরীর জলশূন্য় হয়ে পড়ে ওই সময়ে আর তাতে করেই মৃত্য়ু হয় শিশুদের বড়দেরও তাই ওআরএস আবিষ্কারকে একটি যুগান্তকারী ঘটনা বলে চিহ্নিত করা হয়

Latest Videos

শহরে হোক কি গ্রামে, পেট খারাপ  আর তার থেকে জলশূন্য়তার সমস্য়া কিন্তু কমবেশি একইযে কারণে আমরা এখন পেট খারাপ হলেই আগে ওআরএস কিনিয়ে আনিআর সেইসঙ্গে কিছু ওষুধ কিনে খাইকিন্তু কথা হল কি, ওষুধের দোকান থেকে ওআরএস কিনে আপনি খেতেই পারেনতবে তাতে করে অহেতুক খরচ বেশিআর তাছাড়া, রাতবিরেতে কখন ওষুধের দোকান খোলা থাকল, কখন বন্ধ থাকল, সেই দুর্ভাবনাও তো রয়েছেএমতাবস্থায় বাড়িতেই তৈরি করে নিন ওআরএস

কীভাবে করবেন বলি এক বোতল জল ফুটিয়ে নিন টগবগ করে যাতে ফোটে লক্ষ রাখবেন তারপর সেই জলকে নামিয়ে নিন একটা পরিষ্কার পাত্রে খানিকক্ষণ রেখে ঠান্ডা করে নিন  তারপর তাতে পরিমাণ মতো নুন চিনি মেশান একগ্লাস জলে এক থেকে দু-চামচ চিনি আর এক-দু চিমটে নুন মিশিয়ে নিন এই হিসেবে এক বোতল জলে যতটা নুন ও চিনি দরকার হয়, সেই মতো ব্য়বহার করুন তারপর ওই জল ঠান্ডা হলে পরিষ্কার বোতলে বা পাত্রে রেখে দিন এবার খানিকক্ষণ অন্তর অন্তর রোগীকে সেই জল একটু-একটু করে খাওয়ান

শিশু হোক কি বৃদ্ধ, ছোট হোক কি বড়, এই বাড়িতে তৈরি ওআরএস খাওয়ানোর ফলে জলশূন্য়তা বা ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবে  রোগী আর জানবেন, তাতে করেই বিপদ দূর হবে  তবে আপনি চাইলে দোকান থেকে ওআরএস কিনে আনতে পারেন এখন তো রেডিমেড ওআরএস-ও পাওয়া যায় দোকান থেকে কিনে আনলেও কোনও ক্ষতি নেই তবে বাড়িতে একবার তৈরি করতে পারলে, আপনাকে দোকানের ওপর নির্ভর করতে হয় না ধরুন আপনি দু-প্য়াকেট কিনলেন তারপর কখন তা শেষ হয়ে গেল ওই সময়ে ওষুধের দোকান বন্ধ বা সেখানে যাওয়ার কেউ নেই তাই বাড়ির তৈরি ওআরএসকে অনেক বেশি ভরসা করা যায় শুধু টগবগ করে জল ফোটানো আর তাকে ঠান্ডা করে পরিমাণ মতো নুন-চিনি মিশিয় দেওয়া ব্য়স, আর কোনও ঝামেলা থা

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP