কেমিক্যাল রাখুন দূরে, বাড়িতেই বানিয়ে নিন আকর্ষনীয় শেডের ২টি লাইনার সহজেই

  • এক জোড়া সুন্দর চোখ আপনার সৌন্দ্যর্য এক টানে অনেকটা বাড়িয়ে দেয়
  • আসলে চোখ আমাদের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে
  • মূল্যবান এই চোখকে সুন্দর করে তুলতে কত ক্যামিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি
  • ভবিষ্যতে এর থেকে কতটা ক্ষতি হতে পারে হয়তো আমরা কেউই তা চিন্তা করি না

deblina dey | Published : Jan 15, 2020 11:02 AM IST

‘দেখেছি তার কালো হরিণ চোখ’ কথাটা সত্যিই। এক জোড়া সুন্দর চোখ আপনার সৌন্দ্যর্য এক টানে অনেকটা বাড়িয়ে দেয়। মূল্যবান এই চোখকে সুন্দর করে তুলতে আমরা কত না ক্যামিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু ভবিষ্যতে এর থেকে কতটা ক্ষতি হতে পারে হয়তো আমরা কেউই তা চিন্তা করি না। নিজেকে সুন্দর করে তুলতে আমরা প্রথমেই যে প্রসাধনীটি ব্যবহার করে থাকি, তা হল আই লাইনার। আসলে চোখ আমাদের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। কাজল বা আইলাইনার দিতে কে না পছন্দ করে? তাই সাজ সজ্জা বজায় থাকুক পাশাপাশি সুস্থ রাখুন চোখকেও। সংবেদনশীল এই চোখে তাই ব্যবহার করুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি আই লাইনার। তাই সাজতে থাকুন কোন রকম ক্ষতির চিন্তা না করেই।

আরও পড়ুন- স্ট্রেইট চুল পছন্দ, স্যালোন নয় এবার থেকে ঘরোয়া উপায়ে স্মুথনিং করুন বাড়িতেই

ঘরোয়া পদ্ধতিতে আই লাইনার তৈরি করতে লাগবে-

২ টেবিল চামচ নারকেল তেল
৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১/২ চা চামচ চারকোল গুড়ো (কালো রং এর জন্য)
১/২ চা চামচ কো কো পাউডার (ব্রাউন রং এর জন্য)

আরও পড়ুন- হোয়াইট হেডসের সমস্যা, রাতারাতি সমাধান করুন ঘরোয়া পদ্ধতিতে

প্রত্যেকটি উপাদান সঠিক পরিমানে নিয়ে ভাল করে মেশান। কালো রং এর জন্য ব্যবহার করুন চারকোল। ব্রাউন রং এর জন্য ব্যবহার করুন কোকো পাউডার। মিশ্রণটি একটি এয়ার টাইট কন্টেনারে মিশ্রনটি রেখে দিন। অবশ্যই কন্টেনারটি ফ্রিজে রাখবেন। ব্যবহার করার সময় পরিষ্কার ব্রাশ ব্যবহার করবেন। 

Share this article
click me!