বিশ্বের সবচেয়ে দামী চকোলেট এখন পাওয়া যাবে এদেশে, দাম শুনলে চমকে যেতে পারেন

Published : Oct 26, 2019, 01:39 PM ISTUpdated : Oct 26, 2019, 01:41 PM IST
বিশ্বের সবচেয়ে দামী চকোলেট এখন পাওয়া যাবে এদেশে, দাম শুনলে চমকে যেতে পারেন

সংক্ষিপ্ত

বিশ্বের সবচেয়ে দামী চকোলেটের দৌড়ে এখন এগিয়ে রয়েছে ভারত পৃথিবীর সবচেয়ে দামী চকোলেট-টি এখন পাওয়া যাবে এদেশে আইটিসির লাক্সারি চকোলেট ফ্যাবেল ব্রান্ড এই চকোলেট লঞ্চ করেছে বাজারে দীপাবলি উপলক্ষ্যে আইটিসির এই চকোলেট বাজারে  লঞ্চ করেছে মঙ্গলবার

বিশ্বের সবচেয়ে দামী চকোলেটের দৌড়ে এখন এগিয়ে রয়েছে ভারত। পৃথিবীর সবচেয়ে দামী চকোলেট-টি এখন পাওয়া যাবে আমাদের দেশে। এই চকোলেটের দাম শুনলে আঁৎকে উঠতে পারেন। দেশের নামী সংস্থা আইটিসির লাক্সারি চকোলেট ফ্যাবেল ব্রান্ড এই চকোলেট লঞ্চ করেছে বাজারে। এটিই বিশ্বের সবচেয়ে দামী চকোলেট। 

আরও পড়ুন- কয়েকটি সহজ উপায়ে সাজিয়ে ফেলুন আপনার বাড়ির অন্দরসজ্জা, রইল তার টিপস

আইটিসির এই চকোলেট দীপাবলি উপলক্ষ্যে বাজারে  লঞ্চ করা হয়েছে মঙ্গলবার। সূত্রের খবর ইতিমধ্যেই এই চকোলেট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম করে নিয়েছে। সংস্থার তরফ থেকে এর নাম দেওয়া হয়েছে 'ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রা অর্ডিনেয়র'। প্রতি এক কেজি ওজনের চকোলেটের এই বাক্সর দাম ৪ লক্ষ ৩০ হাজার টাকা। 

আরও পড়ুন-কালীপুজো মানে বাঙালির মনে এই আবেগগুলি জড়িয়ে থাকবেই

আইটিসি সংস্থার তরফে জানানো হয়েছে, এই চকোলেটের উপর ব্যবহার করা হয়েছে খাবার উপযোগী খাঁটি সোনার মোড়ক। সেই সঙ্গে রয়েছে জাফরান  হোয়াইট ট্রাফেল। চকোলেটের মোড়কটি ৫ হাজার ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে সাজানোর জন্য। আনুষ্ঠানিকভাবে এই চকোলেটটির বিক্রি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আপাতত অর্ডার অনুযায়ী তৈরি করা হবে এই চকোলেট।
 

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব