সন্তানকে আত্মবিশ্বাসী করে তুলতে চান? তাহলে মেনে চলুন বিশেষজ্ঞদের কিছু পরামর্শ

Published : Sep 12, 2025, 03:11 AM IST
How parents ruin kids’ mood before school

সংক্ষিপ্ত

Parenting Tips: আগামী দিনে সন্তানদের সঠিকভাবে মানুষ করতে এবং তাদের ভালো চাইলে তাকে ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী করে তুলতে হবে। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন।

Confident Child: জীবনে চলার পথে সাহস ও আত্মবিশ্বাস না থাকলে যে কোনও কাজেই সাফল্য পাওয়া কঠিন। নিজেকে প্রশ্ন করতে করতেই জীবন কাটিয়ে ফেলতে হবে। আর সেই ফাঁকে অন্য কোনও কম গুণী মানুষ শুধুমাত্র আত্মবিশ্বাস উপর ভর করে জিতে নেবে প্রতিযোগিতা। তাই নিজের সন্তানের ভালো চাইলে তাকে ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী করে তুলতে হবে। এমনই বলছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ দেবাঞ্জন পান। তাঁর মতোই মনোবিদ থেকে পেরেন্টিং কনসালট্যান্টরা বলেন, সন্তানের ছোটবেলার শিক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু পড়ার বই বা স্কুলেই শিশুর শিক্ষা সীমাবদ্ধ থাকে না, বরং দৈনন্দিন কাজ, রুটিন, অভ্যাস গঠনেই লুকিয়ে থাকে তার ভবিষ্যতের চাবিকাঠি।

শিশুদের সঠিক পথে চালনা করা এবং তাকে আত্মবিশ্বাস জোগানোর জন্য কী করবেন?

বাচ্চাদের শেখার ক্ষমতা খুব বেশি। তাই তাদের ছোটবেলা থেকেই নিত্যনতুন জিনিস শিখতে দিন। সে যা শিখতে চাইবে, তাতেই উৎসাহ দিন। তার পাশে থাকুন। এমনকী, সে যদি আপনাকেই একাধিক বিষয়ে নানা প্রশ্ন করে, তারও উত্তর দিন। এ ভাবেই সন্তানের আত্মবিশ্বাস বাড়বে। সে বুঝবে যে সবসময় আপনি তার পাশে আছেন। তাই সে কোনও কিছুতেই নিজেকে ছোট ভাববে না। বরং সব কাজে এগিয়ে যাবে। বাচ্চাকে ছোট থেকেই প্রশংসা করুন। আর প্রশংসা করার জন্য বড় কোনও কাজ খুঁজবেন না। বরং চেষ্টা করুন ছোট ছোট বিষয়ের জন্যই তাকে প্রশংসা করার। ধরুন সে যদি আজ ঠিক সময়ে ঘুম থেকে উঠে স্কুলে যায়, এর জন্যও আপনি তার প্রশংসা করতে পারেন। তা হলেই তার মধ্যে বাড়বে আত্মবিশ্বাস। এরপর থেকে সে আরও ভালো কাজ করার কাজে লেগে পড়বে। আর এটাই যে আপনার জয়।

বাবা-মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

বাচ্চারা নিজের বাবা-মায়ের কাছ থেকেই শেখে। তাই আপনার মধ্যে কোনওরকম আত্মবিশ্বাসের অভাব হতে দেবেন না। বরং তার সামনে সবসময় আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করুন। পাশাপাশি চেষ্টা করুন কর্মঠ জীবন কাটানোর। তা হলেই সন্তান বুঝবে যে জীবনে সাফল্য পেতে চাইলে কর্মঠ হওয়া প্রয়োজন। যার ফলে সে আরও বেশি পরিশ্রমী হয়ে উঠবে। সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস। সে এই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই বড় হবে। কোনও মানুষের সব কিছু ভালো হতে পারে না। আপনিও সবদিক থেকে ভালো নন। তাই বাচ্চা যে অলরাউন্ডার হয়ে যাবে, এই ভাবনা মাথায় আনার কোনও অর্থ নেই। তাই তার না পারা জায়গাগুলি নিয়ে বেশি বিচলিত হবেন না। বরং তাকে এই নিয়ে কথা শোনানোরও দরকার নেই। বরং সে যে বিষয়গুলিতে ভালো, সেগুলিতে উৎসাহ দিন। সে যেন আরও বেশি করে সেই কাজগুলি করে, এটা তাকে বলে যেতে হবে। তাহলেই বাড়বে সন্তানের আত্মবিশ্বাস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে পারে এমন সাতটি সুপারফুড
শীতকালে বেশিরভাগ শিশুই গা থেকে কম্বল সরিয়ে দেয়, কিন্তু কেন জানেন কি?