সমানে খান কড়াইশুঁটি, আর কমিয়ে ফেলুন কোলন ক্যানসারের ঝুঁকি

  • শীত এখনও শেষ হয়নি, বাজারে এখনও তাই কড়াইশুঁটি
  • হয়ে যাক কড়াইশুঁটির কচুরি, মুড়ি দিয়েও মন্দ লাগবে না
  • কড়াইশুঁটিতে রয়েছে নানা গুণ, নানারকমের ভিটামিন
  • কোলন ক্যানসার প্রতিরোধেও কাজ করে কড়াইশুঁটি

বইমেলা শেষ হয়ে গেলেও শীত আর ফুরোয় নাঅতএব  হয়ে যাক কড়াইশুঁটির কচুরিশুধু কচুরিই বা কেন, এই কড়াইশুঁটি দিয়ে মুড়ি খেতেও তো মন্দ লাগে নাএখন যদিও সারা বছরই ফ্রোজেন আকারে পাওয়া যায়, তবুই শীত থাকতে থাকতে বরং আশ মিটিয়ে খেয়ে নেওয়া যাক কড়াইশুঁটি

কড়াইশুঁটি ভিটামিন, মিনারেল, অ্য়ান্টি অক্সিডেন্ট, ফাইবার ও প্রোটিনে ভরপুর হাফকাপ বা ১৭০ গ্রাম কড়াইশুঁটি থেকে পাওয়া যায় ৬২ ক্য়ালোরি, কার্বোহাইড্রেট ১১ গ্রাম, ফাইবার ৪ গ্রাম, প্রোটিন ৪ গ্রাম, ভিটামিন-এ, ভিটামিন-কে, ভিটামিন-কে, থায়ামিন, ফোলেট, ম্য়াঙ্গানিজ ও ফসফরাস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য় করে কড়াইশুঁটি গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার কারণে ব্লাড সুগার বেড়ে যাওয়ার প্রতিহত করে এছাড়া, ফাইবার আর প্রোটিন বেশি পরিমাণে থাকায় ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য় করে কড়াইশুঁটি  ফাইবার বেশি পরিমাণে থাকায় হজম প্রক্রিয়ার সহায়ক বিভিন্নরকম পেটের সমস্য়ায়, যেমন ইনফ্লেমাটরি বাওয়েল জিজিজ, ইরিটেবল বাওয়েল সিনড্রোম ও কোলন ক্য়ানসারের ঝুঁকি কমায় পটাশিয়াম, ম্য়াগনেশিয়ামের মতো হার্টের পক্ষে উপকারী মিনারেলস এতে থাকায়, হাই ব্লাডপ্রেশারের ঝুঁকি কমায় তার সঙ্গে বিভিন্নরকমের হার্টের রোগকেও দূরে রাখতে সাহায্য় করে ফাইবার বেশি থাকায় খারাপ কোলেস্টরল কমাতে সাহায্য় করে এছাড়া, এরমধ্য়ে থাকা ফ্ল্য়াভোনলস, ক্য়ারিটোনয়েডস, ভিটামিন-সি, অ্য়ান্টি অক্সিডেন্ট থাকায়, স্ট্রোক ও হার্ট ডিজিজের ঝুঁকি কমায়অ্য়ান্টি অক্সিডেন্ট থাকায় কড়াইশুঁটি ক্য়ানসারের ঝুঁকি কমায়ভিটামিন-কে থাকায় প্রোস্টেট ক্য়ানসারের ঝঁকি কমাতে সাহায্য় করেকড়াইশুঁটিতে থাকা ম্য়াগনেশিয়াম, ভিটামিন-বি, ভিটামিন-কে, ভিটামিন-এ আর ভিটামিন-সি থাকায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়

Latest Videos

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি