কেন স্মাইলির রং হয় হলুদ! জানুন, মনের ওপর হলুদ রঙের প্রভাব কতটা

  • হলুদ রঙের প্রভাব কতটা
  • মন ভালো রাখতে এই রং কতটা সাহায্য করে
  • স্মাইলির রং কেন হলুদ হয়
  • জানুন হলুদ রঙের গুণাগুণ

ছোট স্টিকার থেকে শুরু করে স্পঞ্জ বল, স্মাইলি বা ইমোজির রং সর্বদা হলুদ হয়। কেন সেই প্রশ্ন কী কখনও মনে জেগেছে! কারণটা হল মনের ওপর হলুদ রঙের প্রভাব। মন ভালো রাখতে বা মনের আবেগগুলোকে তুলেধরতে হলুদ রঙের মাহাত্মই ভিন্ন। সেই দিকে নজ দিয়েই তৈরি করা হয় ইমোজির রং।

আরও পড়ুনঃ দাঁতের স্বাভাবিক রং নষ্ঠ নচ্ছে, জেনে রাখুন কী কারণে দাঁতে হলদে ছোপ পড়ে

Latest Videos

জেনে নিন মনের ওপর হলুদ রঙের প্রভাব কতটাঃ
১. হলুদ রং দেখলে মন বেজায় খুশি থাকে। তাই হলুদ রঙের ব্যবহার কোনও অনুষ্ঠানে বেশি হয়ে থাকে। হলুদ রঙ দেখলেই মুহুর্তে মন ভালো হয়ে যায়।
২. হলুদ রং দেখলে মস্তিষ্ক থেকে সেরোটোনিন নিঃসরণ বেশি হয়, ফলেই মন মুহুর্তে ভালো হয়ে ওঠে। মনের সুখ বৃদ্ধি করতে এই রঙ সাহায্য করে থাকে। 
৩. মস্তিষ্কের যে অংশ উদ্বেগ সৃষ্টি করে সেই অংশে বেশি প্রভাব ফেলতে সাহায্য করে থাকে হলুদ রং। তাই মন ভালো রাখতে এই রঙ সঙ্গে রাখুন।
৪. হলুদ রঙ আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। তাই হলুদ রং নিজের কাছে রাখুন। এই রঙের পোশাক, ব্যাগ ব্যবহার করলে উপকৃত হবেন। 
৫. খিদে পাওয়ার ক্ষেত্রে বা খাবার হজম করতে এই রং বেশ উপযোগী, তাই অধিকাংশ খাবারের দোকানের লোগোর রঙও হলুদ হয়।  

Share this article
click me!

Latest Videos

‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র