লক ডাউনের জের এবার মোবাইল বাজারেও, বিক্রি পিছিয়ে গেল রেডমি নোট ৯ প্রো-এর

  • সম্প্রতি ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন
  • প্রযুক্তির বাজারে বেশ প্রভাব ফেলবে বলেই আশা রাখতে সংস্থা
  • দুর্দান্ত ফিচার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের
  • তবে লক ডাউনের ফলে পিছিয়ে গেল এই ফোন বিক্রির দিন

মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোনের এই কোম্পানি। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। সম্প্রতি ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। রেডমি নোট ৮ স্মার্টফোনের মতই ভারতে প্রযুক্তির বাজারে রেডমি নোট ৯ প্রো বেশ প্রভাব ফেলবে বলেই আশা রাখতে সংস্থা। কারণ, সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। ২৫ মার্চ থেকে বিক্রি শুরু হওয়ার কথা ছিল রেডমি নোট ৯ প্রো-এর।  করোনা ভাইরাসের সংক্রমনের জেরে লক ডাউন গোটা দেশ। তাই এই স্মার্টফোনের বিক্রির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থার তরফ থেকে।

আরও পড়ুন- খবরের কাগজ বা অনলাইনে কেনা জিনিস থেকেও কি ছড়াতে পারে করোনা ভাইরাস, জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

Latest Videos

বেজিং-এর এই মোবাইল সংস্থার সিও মনু কুমার জৈন রেডমি নোট ৯ প্রো-এর বিক্রির পিছিয়ে দেওয়ার কথা টুইট করে জানান। তবে গ্রাহকরা চাইলে ফ্ল্য়াস সেল-এ রেডমি নোট ৯ প্রো-এর স্মার্টফোন অনলাইনে কিনতে পারবেন। সরাসরি সংস্থার আউটলেট থেকে কবে এই ফোন কেনা যাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। রেডমি নোট ৯ প্রো স্মার্টফোনে থাকছে ৪ জিবি ব়্যাম সহ ৬৪ জিবি এবং ৬ জিবি ব়্যাম সহ ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে থাকছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০x২৩৪০ পিক্সেল। অপারেটিং সিস্টেম হিসাবে এই রেডমি নোট ৯ প্রো-তে ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ১০ এমআইইউআই ১১ সঙ্গে অক্টাকোর প্রসেসর। সেই সঙ্গে ফাস্ট চার্জিং ব্যাটারি সহ এই ফোনে ব্যবহার করা হয়েছে ননরিমুভেবল ৫০২০ এমএইচএর ব্যাটারি। অ্যারোরা ব্লু, গ্লেসিয়ার হোয়াইট, ও কালো রং এর ভেরিয়েশনে এই ফোন পাওয়া যাবে।

আরও পড়ুন- করোনা আতঙ্কে বাড়ি থেকে কাজ, প্রতিদিন বিনামূল্যে ৫ জিবি ডেটা দিচ্ছে বিএসএনএল

রেডমি নোট ৯ প্রো স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ১) ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২) ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৪) ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সঙ্গে থাকছে প্যানোরোমা ও এইচডিআর ও এলইডি ফ্ল্যাস এর সুবিধা। এছাড়া থাকছে ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা।  ৪ জিবি ব়্যাম সহ ৬৪ জিবি ভেরিয়েশনের দাম ১২,৯৯৯ টাকা।  ৬ জিবি ব়্যাম সহ ১২৮ জিবি ভেরিয়েশনের দাম ১৫,৯৯৯ টাকা। দুপুর ১২টার থেকে শুরু হবে এই ফোনের সেল। লঞ্চ অফারে এই ফোন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড থেকে এই ফোন কিনলে পাওয়া যাবে ৫০০ টাকা ছাড়। 

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!