আকর্ষণীয় লঞ্চ অফার-সহ বিক্রি শুরু হল রেডমি নোট ৯ প্রো, রইল বিস্তারিত

Published : Mar 17, 2020, 02:18 PM IST
আকর্ষণীয় লঞ্চ অফার-সহ বিক্রি শুরু হল রেডমি নোট ৯ প্রো, রইল বিস্তারিত

সংক্ষিপ্ত

১২ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন প্রযুক্তির বাজারে বেশ প্রভাব ফেলবে বলেই আশা রাখতে সংস্থা দুর্দান্ত ফিচার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের দুপুর ১২টার থেকে শুরু হবে এই ফোনের সেল

মোবাইলের প্রতিযোগীতায় বেশ জনপ্রিয় স্মার্টফোনের এই কোম্পানি। এই সংস্থার একের পর এক স্মার্টফোন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে গ্রাহকদের মধ্যে। স্টাইলিশ লুক-সহ উন্নতমানের ফিচার এই ফোন জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। সম্প্রতি ভারতে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। রেডমি নোট ৮ স্মার্টফোনের মতই ভারতে প্রযুক্তির বাজারে রেডমি নোট ৯ প্রো বেশ প্রভাব ফেলবে বলেই আশা রাখতে সংস্থা। কারণ, সাধ্যের মধ্যে দুর্দান্ত ফিচার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। আজ দেশের সমস্ত অফলাইন ও অনলাইন স্টোর থেকে এই ফোনের বিক্রি শুরু হয়েছে।

আরও পড়ুন- স্টাইলিশ লুক-সহ আবারও বাজারে এল মটোরোলার স্মার্টফোন, রইল বিস্তারিত

রেডমি নোট ৯ প্রো স্মার্টফোনে থাকছে ৪ জিবি ব়্যাম সহ ৬৪ জিবি এবং ৬ জিবি ব়্যাম সহ ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। এর সঙ্গে থাকছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০x২৩৪০ পিক্সেল। অপারেটিং সিস্টেম হিসাবে এই রেডমি নোট ৯ প্রো-তে ব্যবহার করা হয়েছে অ্যানন্ড্রয়েড ১০ এমআইইউআই ১১ সঙ্গে অক্টাকোর প্রসেসর। সেই সঙ্গে ফাস্ট চার্জিং ব্যাটারি সহ এই ফোনে ব্যবহার করা হয়েছে ননরিমুভেবল ৫০২০ এমএইচএর ব্যাটারি। অ্যারোরা ব্লু, গ্লেসিয়ার হোয়াইট, ও কালো রং এর ভেরিয়েশনে এই ফোন পাওয়া যাবে।

আরও পড়ুন- আকর্ষণীয় ফিচার-সহ লঞ্চ হতে চলেছে রিয়েলমি সিক্সআই, রইল বিস্তারিত

রেডমি নোট ৯ প্রো স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ১) ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ২) ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ৩) ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ৪) ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সঙ্গে থাকছে প্যানোরোমা ও এইচডিআর ও এলইডি ফ্ল্যাস এর সুবিধা। এছাড়া থাকছে ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা।  ৪ জিবি ব়্যাম সহ ৬৪ জিবি ভেরিয়েশনের দাম ১২,৯৯৯ টাকা।  ৬ জিবি ব়্যাম সহ ১২৮ জিবি ভেরিয়েশনের দাম ১৫,৯৯৯ টাকা। দুপুর ১২টার থেকে শুরু হবে এই ফোনের সেল। লঞ্চ অফারে এই ফোন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড থেকে এই ফোন কিনলে পাওয়া যাবে ৫০০ টাকা ছাড়। 
 

PREV
click me!

Recommended Stories

শীতে নানা রকম ডালিয়া পেতে প্রয়োজন গাছের সঠিক পুষ্টি, জানুন কোন খাবারে ফুটবে বাগান ভর্তি ডালিয়া
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়