Healthy Relationship Tips: একছাদের তলায় থাকতে থাকতে প্রেমহীন হয়ে পড়েছে জীবন? সম্পর্কে মিষ্টতা আনতে মেনে চলুন এই টিপসগুলি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
যে কোনও সম্পর্কে সময় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। একছাদের তলায় থেকেও যদি সঙ্গীকে ঠিকমত সময় দিতে না পারেন তাহলে সে সম্পর্ক খারাপ হবে বৈকি ভালো হবে! তাহলে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করুন সব কাজ সেরে দিন শেষ হলেও একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর। এতে একে অপরের কাছে আসা যায়। এবং সম্পর্ক থাকে মধুর মতো।
25
প্রিয়জনের মনের খোঁজ রাখুন
দাম্পত্য জীবনে একছাদের তলায় থেকে সংসার করা মানেই সব দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয়। বরং একে অপরের সুখ দুঃখে পাশে থাকাই হল ভালো সুস্থ সম্পর্কের চাবিকাঠি। তাই বাড়িতে নিজের স্ত্রীর যত্ন নিন। তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা, সঙ্গীর মন ভালো আছে কীনা বা তার মন খারাপ কিনা এই বিষয়ে সজাগ থাকুন। কারণ, এই ছোটো ছোটো দায়িত্ব বোধগুলোই আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলতে সাহায্য করবে।
35
দিনশেষে মিটিয়ে ফেলুন ঝগড়া
স্বামী-স্ত্রীর সম্পর্ক হোক কিংবা প্রেমিক প্রেমিকা। যে কোনও সম্পর্ককে ভালো ভাবে রাখতে চাইলে কখনই ঝগড়া করে দুই-তিন দিন কথা বলা বন্ধ করে দেবেন না বা যোগাযোগ বন্ধ করবেন না। এতে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে প্রিয়জনের সঙ্গে ঝগড়া হলে একান্তে দুজনে মিটিয়ে ফেলুন। শুধু ঝগড়া করলেই হবে না। কী কারণে ঝগড়া হচ্ছে সেই কারণ খোঁজার এবং তা সমাধান করার চেষ্টা করুন। এতে সম্পর্ক ভালো থাকবে। দুজনের মধ্যেও বনিবনা বজায় থাকবে।
সম্পর্ক খারাপ করে দিতে পারে এমন কোনও কথা সঙ্গী বা মনের মানুষের কাছ থেকে গোপন করবেন না। বরং সবকিছু দুজনে খোলামেলা বসে আলোচনায় সারুন। এতে সম্পর্কে যেমন বিশ্বাস বজায় থাকবে তেমনই জীবনে আসবে প্রেম। সংসারে গুরুত্ব হারাবেন না আপনি।
55
এড়িয়ে যাবেন না নিজের দায়িত্ব কর্তব্য
যে কোনও সম্পর্কে দায়িত্ব-কর্তব্য হল একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্ক ভালো রাখতে সবসময় নিজের দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করুন। চেষ্টা করবেন এই দায়িত্ব-কর্তব্য যেন কখনই একতরফা না হয়। তাহলে সেটি সম্পর্কের ওপর কুপ্রভাব ফেলবে। বরং দু-তরফা দায়িত্ব-কর্তব্য পালনে যে কোনও সম্পর্কই ভালো থাকে। বন্ধন হয় আরও দৃঢ়।