আজ শেষ হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা। আর আজ হল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। বিশেষ দিনে রাখি বন্ধন উৎসব সারা দেশজুড়েই পালিত হয়। রাখি কেবলমাত্র এখন আর ভাইবোনদের মধ্যে সীমাবদ্ধ নেই। সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগাতে সবাইকে রাখি পরানো যায়। এদিন ভাই-দাদাদের মঙ্গল কামনায় রাখি বাঁধেন বোনেরা।
25
কখন বাঁধবেন রাখি
শাস্ত্রমতে রাখি যখন তখন পরানো যায় না। এর একটা শুভ-অশুভ যোগ রয়েছে। ভদ্রাকালে রাখি পরানো উচিত নয়। রাখি বন্ধনের জন্য শুভ সময় হল পূর্ণিমা তিথি এবং ভদ্রা কাল এড়িয়ে যাওয়া উচিত। ফলে রাখি পরানোর আগে খেয়াল রাখুন কখন পড়ছে ভদ্রাকাল যোগ।
35
ভদ্রা কাল মেনে টলুন
রাখি পূর্ণিমায় ভদ্রাকাল হল একটি অশুভ সময়। যা শনিদেবের বোন ভদ্রার নামে নামকরণ করা হয়েছে। এই সময়কালে কোনও শুভ কাজ করা উচিত নয় বলে মনে করা হয়। তাই ভাই বা দাদার হাতে রাখি বাঁধার আগে এড়িয়ে চলুন ভদ্রাকাল যোগ।
শাস্ত্রমতে, রাখি বাঁধার জন্য দিনের সেরা সময় হল অভিজিৎ মুহূর্ত। এটি বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। রাখি বাঁধার সময়, ভদ্রা কাল এবং রাহুকাল এড়িয়ে যাওয়াই ভালো। এতে পরিবারের মঙ্গল হয়। দাদার আয় উন্নতি বাড়ে। সংসারে সমৃদ্ধি আসে।
55
রাখি পূর্ণিমায় কী করবেন না?
রাখি পূর্ণিমায় প্রিয়জনের হাতে ভাঙা বা ছেঁড়া রাখি পরাবেন না। সবসময় চেষ্টা করবেন নতুন রাখি বাঁধার। তাও না পারলে নতুন সুতোও বাঁধতে পারেন। এছাড়াও রাখি পূর্ণিমার দিন আমিষ খাবার এড়িয়ে চলুন। উপহার হিসেবে ভাই বা বোনকে কালো জামাকাপড়, জুতো, পারফিউম দেওয়া থেকে বিরত থাকুন।