Ganesh Chaturthi 2022: ছোট কয়টি পরিবর্তনে মিলবে পুজোর আমেজ, রইল গৃহসজ্জার টিপস

গণেশ পুজোর দিন আপনার বাড়ির ভোল বদলে ফেলুন। আজ রইল সহজ ছয়টি টিপস। এই সহজ টিপস মেনে ঘর সাজান। পুজোর মরশুমে আলোকিত করুন আপনার ঘর। জেনে নিন কী কী করবেন।  

Sayanita Chakraborty | Published : Aug 30, 2022 4:05 AM IST

রাত পোহালেই গণেশ পুজো। প্যান্ডেলে প্যান্ডেলে ইতিমধ্যে আসতে শুরু করেছে গণেশ মূর্তি। সব জায়গার শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। আজ অর্থাৎ ৩০ অগস্ট দিন দুপুর ৩টে ৩৪ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। চলবে ৩১ অগস্ট দুপুর ৩টে ২৩ মিনিট পর্যন্ত। সে কারণে অধিকাংশ জায়গায় ৩১ তারিখ পুজিত হবেন ভগবান গণেশ। এবার গণেশ পুজোর দিন আপনার বাড়ির ভোল বদলে ফেলুন। আজ রইল সহজ ছয়টি টিপস। এই সহজ টিপস মেনে ঘর সাজান। পুজোর মরশুমে আলোকিত করুন আপনার ঘর। জেনে নিন কী কী করবেন।  

রঙিন কুশন দিয়ে ঘর সাজিয়ে ফেলুন। যে কোনও দোকানে বিভিন্ন ডিজাইনের রঙিন কুশন পাওয়া যায়। চাইলে গণেশের এমব্রয়ডারি করা কুশন কিংবা কুশন কভার পেতে পারেন। এমন কুশন কিনে তা বসার ঘরে রেখে দিন। সোফার ওপর যেমন রাখতে পারেন তেমনই খাটেও রাখতে পারেন এধরনের কুশন। কিংবা যে কোনও রঙিন কুশন কিনে ঘর সাজাতে পারেন।  

ছবির ফ্রেম দিয়ে ঘর সাজতে পারেন। ঘরের দেওয়ালে লাগান সুন্দর সুন্দর সিনারি। কিংবা বাল গণেশের ছবি দিয়ে ঘর সাজাতে পারেন। অথবা আটকান ফুলের ছবি। এতে ঘরের সাজ বদলে যাবে। পুজোর দিন এমন সহজ উপায় ঘর সাজাতে পারেন।  

লাইট দিয়ে সাজিয়ে ফেলুন আপনার বাড়ি। ঠাকুর ঘর সাজান টুনি লাইট ও ল্যাম্প দিয়ে। তেমনই বসার ঘরের কোণায় রাখতে পারেন ল্যাম্প শেড। বাজারে বিভিন্ন ডিজাইনের লাইটের শেড পাওয়া যায়। পছন্দ সই একটি কিনে ফেলুন।  

ফুল, পাতা কিংবা কাপড় দিয়ে বাড়ি সাজাতে পারেন। অনেকের বাড়িতেই গণেশ পুজো হয়ে থাকে। গণেশ পুজো হলে ঠাকুর ঘর তো সাজাবেনই সঙ্গে ঠাকুর ঘরের ঠিক বাইরের অংশও ফুল, পাতা কিংবা কাপড় দিয়ে সাজিয়ে ফেলুন। এতে বাড়িতে পুজো পুজো আমেজ দেখা যাবে। মেনে চলুন এই বিশেষ টোটকা। তবে, খুব বেশি ডেকরেশন করবেন না। ছিমছাম ভাবে সাজিয়ে ফেলুন বাড়ি।    

সুগন্ধী ছড়াতে ভুলবেন না। রুম ফ্রেশনার, ধূপ, অ্যারোমাথেরাপি মোমবাতি দিয়ে ঘর সাজান। এতে ঘরে পুজোর আমেজ আসবে। গণেশ পুজোর সকালে এই কাজ করতে ভুলবেন না। আপনার বাড়িতে ছোট ছোট এই কয়টি পরিবর্তন বদলে দিতে পারে পুরো বাড়ির লুক। 
 

আরও পড়ুন- Ganesh Chaturthi 2022: মণ্ডপ সজ্জায় থাক বিশেষ চমক, জেনে নিন কীভাবে সাজাবেন ঠাকুর ঘর

আরও পড়ুন- Ganesh Chaturthi 2022: গণেশ পুজোর পূর্বে জেনে নিন ভগবান গণেশের আটটি অবতার প্রসঙ্গে, রইল কাহিনি

আরও পড়ুন- আর্থিক সমস্যা হবে দূর করতে, গণেশ-কে এই নিয়মে দূর্বা অর্পণ করুন এবং এই মন্ত্র জপ করুন

Share this article
click me!