ধূমপানের ফলে অনেকেরই ঠোঁটের জৌলুস ও রঙ নষ্ট হয়ে যায়। কালচে ছোপ পড়তে থাকে ঠোঁটের ত্বকে। সিগারেটে থাকা নিকোটিনের প্রভাবে ঠোঁটের রঙ নষ্ট হয়ে যায়। সেই রঙ আবার ফিরিয়ে আনতে অনেকেরই নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে অতি অবশ্যই কমিয়ে দিয়ে হবে সিগারেট সেবনের পরিমাণ। পাশাপাশি রইল কিছু টিপস যার ফলে সহজেই ফিরে পাওয়া যাবে ঠোঁটের রঙ।
আরও পড়ুনঃ বয়স বাড়ছে, এবার চাই স্পেশ্যাল কেয়ার
পাঁচ ঘরোয়া পদ্ধতিতে ফিরে পান ঠোঁটের স্বাভাবিক রঙঃ
টমেটোর রস- টমেটোর রস ত্বকের রঙ ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই দিনে অন্তত পক্ষে দুবার টমেটোর রস ঠোঁটে লাগাতে হবে। এর ফলে ঠোঁটের পুরোনো জেল্লা ফিরে আসবে।
মধু-চিনিঃ মধু ত্বকের পক্ষে ভিষণ উপকারী। তাই মধুর সঙ্গে চিনি মিশিয়ে তা ঠোঁটে লাগিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ রাখার পর তা আলতো করে ঘষে করে নিয়ে ধুয়ে ফেলুন।
পাতি লেবুঃ ত্বকের যেকোনও দাগ তুলতেই পাতি লেবুর জুড়ি মেলা ভার। তাই পাতি লেবু দিয়ে ঠোঁটের দাগ তুলে ফেলুন। এতে ঠোঁট ভালো থাকবে।
টকদইঃ টকদই ঠোঁটে লাগাতে পারেন। নয়তো দইও ঠোঁটে লাগাতে পারে। প্রতিদিন রাতে শোবার আগে ঠোঁটে দুধ বা দকদই লাগিয়ে রাখুন এতে ঠোঁটের রঙ ভালো হবে।
ঠোঁটে গ্লিসারিন বা ক্রিম লাগানঃ সিগারেট সেবনের আগে ঠোঁটে মোটা কোনও ক্রিম বা গ্লিসারিন লাগিয়ে রাখুন। এতে ঠোঁটের ত্বকে তুলনামূলকভাবে প্রভাব কম পড়বে।