ফটোশ্যুটের জন্য চাই পারফেক্ট লুক! এই কয়েকটি ধাপে মেকাপ করুন

Published : Aug 17, 2019, 07:54 PM IST
ফটোশ্যুটের জন্য চাই পারফেক্ট লুক! এই কয়েকটি ধাপে মেকাপ করুন

সংক্ষিপ্ত

ফটোশ্যুটের জন্য নিজেকে সাজিয়ে নিন নিয়ম মেনে মেকাপ করুন ক্যামেরার সামনে নিজেকে সুন্দর করে তুলতে মাথায় রাখুন টিপস

ফটো শ্যুট এখন ট্রেন্ড। কেউ বানিয়ে ফেলছে পোর্টফোলিও, কেউ আবার বানিয়ে ফেলছে নিজের মেমরি ডাইরি। তবে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়েই অনেকের মাথায় হাত। পার্ফেক্ট লুক পেতে মেকাপ কেমন হওয়া উচিত তাই অনেকে বুঝে উঠতে পারেন না।

আরও পড়ুনঃ মিতিন মাসি ছবির প্রথম পোস্টারে নজর কাড়লেন কোয়েল

এবার জেনে নিন কী কী ধাপে মেকাপ করলে পাওয়া যাবে পারফেক্ট লুক।
১) প্রথমে বরফ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
২) এরপর মুখে টোনার লাগিয়ে ময়শ্চারাইজার মেখে নিন।
৩) মেকাপ শুরু করার আগে প্রাইমার লাগিয়ে নিনি। বেস তৈরি হবে এই দিয়ে।
৪) কনসিলার দিয়ে মুখের দাগ মিলিয়ে নিন। এতে মুখের ত্বকের রং-এ সামঞ্জস্য থাকবে।
৫) ভ্রুর নিচে সিলভার রং-এর আইশ্যাডো লাগিয়ে নিন।
৬) গোলাপী আইশ্যাডো লাগিয়ে নিন চোখের ওপরের ও নিচের অংশে।
৭) আইল্যাসে কাজল দিয়ে তা ঘন করে নিন। 
৮) কাজল দিয়ে ভ্রু সুন্দর করে এঁকে নিন, এতে মুখের আকৃতি সুন্দর হবে। 
৯) গালের জ এড়িয়াতে গাঢ় রঙের সেড দিয়ে তা ব্রাশ করে নিন।
১০) ঠোঁট এঁকে তাতে গাঢ় লিপস্টিক দিয়ে নিন। গ্লসও দিয়ে দিতে পারেন তার ওপর।
১১) মুখে ফেস পাউডার লাগিয়ে ব্লাশ লাগিয়ে নিন। এরপর মেকাপ লক করার জন্য সেটিং স্প্রে লাগিয়ে নিন। 
 

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব