বর্ষার দেখা নেই। কিন্তু ক্রমেই বাড়ছে মশার উপদ্রব। তাই মশার কামড় থেকে বাঁচতে সজাগ থাকুন। বর্ষার সময়ই বারে ডেঙ্গু ম্যালেরিয়ার সম্ভাবনা। আর এই দুই মশা বাহিত রোগ হওয়ায় সবার আগে দেখুন বাড়িতে যেন একটাও মশা না থাকে। বাড়ি থেকে মশা কমাবেন কী উপায় তা জেনে নিন, এবং সুরক্ষীত ও সুস্থ থাকুন।
আরও পড়ুনঃ বৃ্ষ্টিতে ভিজলে চুলের ক্ষতি হয়! জেনে নিন কী করবেন, কী করবেন না
জানুন মশা কমানোর সহজ উপায়ঃ
১. লেবু ও লবঙ্গঃ লেবুর মধ্যে লবঙ্গগুলি গেঁথে ফেলুন। এমনভাবে গাঁথবেন যাতে লবঙ্গের মাথার দিকটি বাইরে বেড়িয়ে থাকে। এবার এটি একটি পাত্রে রেখে তা ঘরের কোনায় রেখেদিন। ফল পাবেন হাতে নাতে।
২. নিম ও পুদিনাঃ ঘরের যেকোনও জায়গায় বা খাবার টেবিলে এক গোছা নিমপাতার সঙ্গে পুদিনা পাতা রেখে দিন। তার গন্ধেই আর মশার উপদ্রব কমবে।
৩. ধুনো ও নিমপাতাঃ প্রথমে নিমপাতা শুকিয়ে নিন। তারপর তা গুঁড়ো করে ধুনোর সঙ্গে মিশিয়ে সন্ধে বেলা ঘরে জ্বালিয়ে দিন। এরপর বন্ধ রাখুন ঘরের দরজা ও জানলা।
৪. হলুদ রঙের আলোয় মশা কম আসে। কারণ এই রঙ থেকে মশা অনেকটা দুরে থাকে। তাই এই রঙের দেওয়াল, লাইটের ব্যবস্থা করতে পারেন।
৫. চা ও নিমপাতাঃ চা ও নিমপাতা একই সঙ্গে পোড়ালে ঘরের মধ্যে যে গন্ধ তৈরি হয় তাতে মশার পরিমাণ অনেকটা কমে যায়।
৬. কপূরঃ কপূরের গন্ধে মশা পালিয়ে যায়। চার-পাঁচটি কিউব জলের মধ্যে রেখে দিলে গোটা ঘরে গন্ধ হয়ে যায়। তা থেকেই কমে যায় মশার পরিমাণ।