পারফিউ লাগানোর পরই তার গন্ধ থাকছে না! জানুন সুগন্ধ স্থায়ী করার পদ্ধতি

  • পারফিউম লাগানোর পরও গন্ধ থাকছে না
  • গন্ধ স্থায়ী করতে পারফিউম বদলে ফেলেন অনেকেই
  • গন্ধ স্থায়ী করতে কতগুলো ঘরোয়া টোটকা মেনে চলুন
  • নিয়ম মেনেই পারফিউম লাগান

বেশি দাম দিয়েই কিনছেন পারফিউম। কিন্তু বাড়ি থেকে বাইরে পা রাখতেই তার গন্ধ উধাও। এমন অবস্থায় কী করা প্রয়োজন না বুঝে অনেকেই আবার পারফিউমটি বদলে ফেলেন। কেন এই সমস্যা হচ্ছে তা বোঝা বেশি প্রয়োজন। পারফিউম খারাপ ভালো বাজারে দুই আছে। কিন্তু অধিকাংশ সময় তার গন্ধ বেশিক্ষণ থাকে না। সেক্ষেত্রে কয়েকটি ঘরোয়া টিপস মেনে চললেই সহজ সমাধান মিলবে।

Latest Videos

আরও পড়ুনঃ আইসক্রিম খেতে ভালোবাসেন! জানুন যে পাঁচটি কারণে আইসক্রিম খাবেন

প্রতিদিন পারফিউম লাগানোর আগে মাথায় রাখুন কয়েকটি বিশেষ দিক।
১. পারফিউম লাগানোর আগে তা ঝাঁকিয়ে নিন ভালো মতন। তার ফলে মিশ্রণটি থিতিয়ে না গিয়ে ব্যালেন্সেই লাগানো সম্ভব।
২. গায়ে অনেকেরই তেলাভাব থাকে। তেল ত্বকে থাকার ফলে পারফিউম ত্বকে বসে না ঠিক মতন। তাই স্নান করেই পারফিউম লাগিয়ে ফেলুন।
৩. ত্বক যদি শুকনো থাকে তবে তা থেকে সমস্যা বাড়ে। শুকনো ত্বক থেকে পারফিউম তারাতারি উড়ে যায়। তাই ভেজা ত্বকেই লাগান পারফিউম। 
৪. শরীরের যে অংশে পারফিউম লাগাতে চান সেখানে আগে কোলন, ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে রাখলে গন্ধ দীর্ঘক্ষণ থাকে।
৫. পারফিউম একটি নির্দিষ্ট দূর থেকে গায়ে লাগিয়ে রাখুন। বেশি দূর থেকে লাগালে গন্ধ উড়ে যায়। এবং বেশি কাছ থেকে লাগালে তা ত্বকের ক্ষতি করতে পারে। সেই দিকেও নজর রাখা প্রয়োজন।  

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts