
চুলের যত্নে জবা ফুল ব্যবহার করে থাকি অনেকেই। জবা ফুল বেটে অনেকেই স্ক্যাল্পে লাগান। তেমনই আবার জবা ফুল দিয়ে তৈরি হয় আয়ুরবেদিক ওষুধ। এতে থাকে অ্যাসকরবিক অ্যাসিড ও ভিটামিন সি শরীরে জন্য উপকারী। তেমনই এর গুণে ত্বক উজ্জ্বল হয়। ত্বকের যত্ন নিতে ব্যবহার করতে পারেন জবা ফুল। বলিরেখা দূর করতে ব্রণ কমাতে ও ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন জবা ফুল। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন জবা ফুলের প্যাক। তাই এবার থেকে শুধু চুল নয় এবার ত্বকও উজ্জ্বল করতে ব্যবহার করুন জবা ফুল।
ব্রণ দূর করতে ব্যবহার করতে পারেন জবা ফুলের প্যাক। একটি পাত্রে ২ চা চামচ জবা ফুলের গুঁড়ো ও ১ টেবিল চামচ অ্যালোভেরা নিয়ে ভালো করে মেশান। এতে দিন ১ চা চামচ লেবুর রস। মিশ্রণটি ত্বকে লাগান। এই প্যাকের গুণে ব্রণ দূর হবে। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।
শুষ্ক ত্বকের সমস্যা দূর করতেও ব্যবহার করতে পারেন জবা ফুলের প্যাক। একটি পাত্রে জবা ফুলের গুঁড়ো নিন। তাতে মেশান ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ অ্যালোভেরা। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এতে ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে। এই প্যাক ত্বকের জন্য খুব উপকারী।
বলিরেখা মুক্ত ত্বক পেতে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করুন জবা ফুলের প্যাক। একটি পাত্রে জবা ফুলের গুঁড়ো নিন। তাতে মেশান টক দই ও চন্দনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। জবা ফুলের প্যকের গুণে দূর হবে বলিরেখার সমস্যা। এই উপায় ব্যবহার করুন জবা ফুল দিয়ে বানাবেন প্যাক।
ত্বকে যত্ন নিতে অনেকেই মাসাজ করে থাকেন। এবার ত্বকে যত্ন নিতে ব্যবহার করুন জবা ফুল দিয়ে তৈরি তেল। নারকেল তেলে জবার পাপড়ি ফেলে ফোটান। ঠান্ডা করে মাসাজ করলে শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে। এই তেলের গুণে ত্বক উজ্জ্বল হবে। ত্বকের যত্নে এই প্যাক বেশ উপকারী। একদিন অন্তর নারকেল ও জবা ফুল দিয়ে তৈরি তেল দিয়ে মাসাজ করতে পারেন।
আরও পড়ুন- ডায়েটিং এবং এক্সারসাইজ ছাড়াই কমবে ওজন, মেনে চলুন এই ১০ টোটকা, কয়েকদিনেই তফাত বুঝবেন
আরও পড়ুন- সকালে ব্রাশ করার আগে জল খাওয়া কি উপকারী? জেনে নিন কেন খালি পেটে জল পান করবেন