ত্বকে সহ্য হচ্ছে না সানস্ক্রিন, জানুন ঘরোয়া উপায় কীভাবে সুরক্ষিত রাখবেন ত্বক

  • সানস্ক্রিন ব্যবহার করার ফলে সমস্যা এড়াবেন না
  • বদলে জেনে নিন ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার উপায়
  • চার টিপসে বাজিমাত

প্রতিদিন বাইরে বেরনো মাত্রই ত্বকের ওপর পরছে ট্যানের আস্তরণ। ফলেই মুখের জেল্লা নষ্ট হওয়া থেকে শুরু করে ত্বকের নানা সমস্যা দেখা দিচ্ছে। তাই এই সময় সানস্ক্রিন মেখে বেরোনো একান্ত প্রয়োজন। কিন্তু অনেকেরই ত্বকে সহ্য হয় না সানস্ক্রিন। তাদের পক্ষে রোদে বেরিয়ে কাজ করা বেজায় কষ্টসাধ্য ব্যাপার।

আরও পড়ুনঃ চোখের তলায় কালি পড়েছে! রোজ খান এই ৪টি ফল

Latest Videos

 যাদের সানস্ক্রিন ব্যবহারে সমস্যা, তাদের জন্য রইল এবার কিছু সহজ সমাধানঃ
১) নারিকেল তেলঃ নারকেল তেল শরীরের খোলা অংশে লাগিয়ে যদি বাড়ি থেকে বেরোনো যায় তবে তা সানস্ক্রিনেরই কাজ করে থাকে। ত্বকের লালচেভাব, বা ত্বক পুরে যাওয়ার সমস্যা কম দেখা যায়।
২) অ্যালোভেরাঃ ত্বকে যদি কোনও অ্যলোভেরা ক্রিম বা অ্যালোভেরা জ্যুস লাগিয়ে নেওয়া যায়, তবে তা থেকেই ত্বকে ট্যান পরার সম্ভাবনা অনেকটা কমে যায়। 
৩) চন্দনঃ চন্দন বেটে ত্বকে লাগিয়ে রাখলে রোদ থেকে হওয়া সমস্যা অনেকাংশে কমে যায়। তাই চন্দন ত্বকে লাগিয়ে রাখলে তা সানস্ক্রিনের অভাবে ঘটা খতির হাত থেকে ত্বককে রক্ষা করবে।
৪) বেস ক্রিমঃ অনেক সময় মুখে সরাসরি সানস্ক্রিন লাগিয়ে নিলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই এই ক্ষেত্রে মুখে একটি বেস ক্রিম লাগিয়ে নিয়ে তারপর সানস্ক্রিন লাগানে সমস্যা অনেক সময় কমে যায়। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya