ত্বকে জেল্লা আনতে ব্যবহার করুন বাটার মিল্কের ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন

বাটার মিল্ক দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। ত্বক উজ্জ্বল করতে, দাগ দূর করতে কিংবা ত্বক নরম করতে বাটার মিল্কের ফেসপ্যাক খুবই উপকারী। এক ঝলকে দেখে নিন কীভাবে বাটার মিল্ক দিয়ে তৈরি করবেন ফেসপ্যাক।

দাগহীন, উজ্জ্বল ত্বক সকলেরই কাম্য। ত্বকের যবতীয় সমস্যা দূর করতে আমরা সকলে কত কী করে থাকি। কেউ যেমন পার্লার ট্রিটমেন্ট করেন, তেমনই কেউই ভরসা করেন বাজার চলতি পণ্যের ওপর। আবার অনেকের ঘরোয়া টোটকা ব্যবহার করে থাকেন। আজ রইল কয়টি ঘরোয়া টোটকার হদিশ। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে এবার ভরসা রাখুন বাটার মিল্কের ওপর। বাটার মিল্ক দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। ত্বক উজ্জ্বল করতে, দাগ দূর করতে কিংবা ত্বক নরম করতে বাটার মিল্কের ফেসপ্যাক খুবই উপকারী। এক ঝলকে দেখে নিন কীভাবে বাটার মিল্ক দিয়ে তৈরি করবেন ফেসপ্যাক। 

বাটার মিল্ক ও ময়দা দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। ত্বকের রোমকূপে জমে থাকার নোংরার কারণে ত্বক কালো দেখায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বাটার মিল্কের গুণে। একটি পাত্রে ময়দা নিন। তাতে মেশান পরিমাণ মতো বাটার মিল্ক। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। রোমকূপে জমে থাকা সকল নোংরা দূর হবে এর গুণে।  
 
বাটার মিল্ক ও টমেটো দিয়ে বানাতে পারেন প্যাক। টমেটোর ভিতরের জেলের মতো অংশ কেটে বের করে নিন। এবার তার সঙ্গে মেশান বাটার মিল্ক। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মুহূর্তে দূর হবে ট্যানের সমস্যা। 

Latest Videos

মধু ও বাটার মিল্ক দিয়ে তৈরি প্যাক ত্বকে আনে জেল্লা। বাটার মিল্কের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। দূর হবে  কালচে ভাব। 

আম ও বাটার মিল্ক দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। আম কেটে ভেতরের অংশ একটি পাত্রে নিয়ে ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান পরিমাণ তো বাটার মিল্ক। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক হবে নরম। 

গোলাপ জল ও বাটার মিল্ক দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। একটি পাত্রে বাটার মিল্ক নিন। এতে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে নিন। এবার মুখে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল। ত্বকের যত্নে বেশ উপকারী বাটার মিল্ক ও গোলাপজলে ফেসপ্যাক। 
 

আরও পড়ুন- করওয়া চৌথ-এ স্ত্রীকে দিন চমক, রইল পাঁচটি স্পেশ্যাল গিফট আইডিয়া, দেখে নিন এক ঝলকে

আরও পড়ুন- একেবারে জলের দরে দুর্দান্ত ফিচার, Nokia T10 ট্যাবলেট LTE লঞ্চ করতে চলেছে

আরও পড়ুন- পিপাসা না পেলেও বারে বারে জল পান করেন, এমন পাঁচটি ভুল আজই শুধরে নিন

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report