কখনও বিয়ে, কখনও অন্য কোনও নিমন্ত্রণ। এর সঙ্গে নিজের রেস্তোরাঁয় যাওয়া কিংবা পার্টি (Party) তো আছেই। গরমে বাচ্চার স্কুল বন্ধ থাকায় অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন। এই সবের মাঝে ত্বকে ট্যান (Tan) থাকলে পুরো সাজটাই মাটি। এবার ত্বকের এই সমস্যা দূর করতে মেনে চলুন কয়টি টোটকা (Tips)। রইল কয়টি উপকরণের হদিশ। যেগুলো সরাসরি ব্যবহারে উপকার পাবেন।
গরমে সামান্য রোদে (Sun light) বের হলেই ত্বকে দেখা দেয় কালচে ভাব। সানস্ক্রিন কিংবা ছাতা ছাড়া একবার সূর্যরশ্মির সংস্পর্শে এলেই হল। সেই ট্যান (Tan) তুলতে হিমসিম খান অনেকেই। এদিকে গরমে লেগে থাকে হাজারটা অনুষ্ঠান। কখনও বিয়ে, কখনও অন্য কোনও নিমন্ত্রণ। এর সঙ্গে নিজের রেস্তোরাঁয় যাওয়া কিংবা পার্টি তো আছেই। গরমে বাচ্চার স্কুল বন্ধ থাকায় অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন। এই সবের মাঝে ত্বকে ট্যান (Tan) থাকলে পুরো সাজটাই মাটি। এবার ত্বকের এই সমস্যা দূর করতে মেনে চলুন কয়টি টোটকা। রইল কয়টি উপকরণের হদিশ। যেগুলো সরাসরি ব্যবহারে উপকার পাবেন।
পাতিলেবুর রস (Lemon) ট্যান দূর করতে বেশ উপকারী। একটি পাত্রে ২ টেবিল চামচ পাতিলেবুর রস নিন। এবার তুলোয় করে সেই রস ট্যানের ওপর লাগান। কয়েক মিনিট অপেক্ষা করে জলে ধুয়ে নিন। মুহূর্তে উপকার পাবেন।
হলুদের গুণে দূর হয় ট্যান। কিছুটা কাঁচা হলুদ (Turmeric) নিয়ে বেটে নিন। এবার তাত জল মিশিয়ে অল্প পাতলা করুন। এই মিশ্রণটি মুখে লাগান। ৫ থেকে ১০ মিনিট রেখে ধুয়ে নিন। মুহূর্তে দূর হবে ট্যান। সঙ্গে ব্রণ কিংবা ত্বকে অন্য কোনও সংক্রমণ থাকলেও তা দূর হবে।
ট্যান দূর করতে শসা (Cucumber) হাতিয়ার করতে পারেন। একটি পাত্রে শসার রস নিন। এটা তুলোয় করে পুরো মুখে লাগান। কিছুক্ষণ পর জলে ধুয়ে নিন। শসার গুণে যেমন ট্যান দূর হবে, তেমনই ত্বক উজ্জ্বল হবে। শসাতে থেকে উপকারী উপাদান ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
টমেটোর সাহায্যে দূর হবে ট্যান। টমেটো (Tomato) কেটে ভিতরের জেলির মতো অংশ বের করে নিন। এবার সেটি ত্বকে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল হবে।
ত্বকের জন্য বেশ উপকারী হল বেসন (Besan)। বেসন যেমন ট্যান দূর করে, তেমনই ত্বকে জমে থাকা নোংরা দূর করে। একটি পাত্রে ১ কিংবা ২ টেবিল চামচ বেসন নিন। অল্প জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এতে দিতে পারেন গোলাপ জল। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মুহূর্তে ফারাক বুঝতে পারবেন। ট্যান দূর করতে বেশ উপকারী বেসন।
আরও পড়ুন- প্রভিডেন্ট ফান্ডের সুদের ওপর কোপ, ৮.৫ শতাংশের বদলে এবার সুদের হার হল ৮.১ শতাংশ
আরও পড়ুন- স্থায়ী চাকরি নাকি ফ্রিলান্সিং, আপনার জন্য কোনটা আদর্শ, মাথায় রাখুন ১০ টি জিনিস