ত্বকের যত্নে ব্যবহার করুন মুগ ডাল, মুহূর্তে পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক

কম-বেশি প্রায় সকলেই কখনও না কখনও মুসুর ডাল বেটে লাগিয়েছেন। এবার টোটকা রইল মুগ ডালের। আমরা অনেকেই জানি না, ত্বকের যত্ন মুগ ডালও বেশ উপকারী। ত্বকের একাধিক সমস্যা দূর করতে মুগ ডাল বেটে প্যাক বানাতে পারেন। আজ রইল মুগ ডালের কয়টি প্যাকের হদিশ।   

ক্রমেই বেড়ে চলেছে গরমের পারদ। এই সময় ত্বক সুন্দর রাখা বেশ কঠিন কাজ। ত্বকের যত্ন নিতে বাজার চলতি নিত্য নতুন প্রোডাক্ট তো কখনও ঘরোয়া টোটকা মেনে চলি সকলে। তাতেও ত্বকের নানান সমস্যা লেগেই আছে। কখনও ব্রণ, কখনও কালো ছোপ তো কখনও চুলকানি ভাব। ত্বকের যত্নে ডালের ব্যবহারের কথা সকলেই জানি। কম-বেশি প্রায় সকলেই কখনও না কখনও মুসুর ডাল বেটে লাগিয়েছেন। এবার টোটকা রইল মুগ ডালের। আমরা অনেকেই জানি না, ত্বকের যত্ন মুগ ডালও বেশ উপকারী। ত্বকের একাধিক সমস্যা দূর করতে মুগ ডাল বেটে প্যাক বানাতে পারেন। আজ রইল মুগ ডালের কয়টি প্যাকের হদিশ।   


সারা রাত একটি বাটিতে জল নিয়ে তাতে মুগ ডাল ভিজিয়ে রাখুন। সকালে উঠে তা বেটে নিন। এরা সেই মুগ ডালের সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। যাদের গরমে ত্বকে চুলকানি ভাব অনুভূত হয়, তারা এই দই ও ডালের প্যাক লাগাতে পারেন। এতে ত্বকের সমস্যা সমাধান হবে। 

Latest Videos


ত্বক উজ্জ্বল করতে তাইলে মুগ ডাল ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানিয়ে লাগান। রাতে মুগ ডাল ভিজিয়ে রাখুন। সকালে উঠে তা বেটে নিন। এরা সেই মুগ ডালের সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মুহূর্তে ত্বক হবে ফর্সা। সঙ্গে দূর হবে যে কোনও কালো ছোপ। 


ডিমের কুসুম ও মুগ ডাল দিয়ে তৈরি প্যাক লাগাতে পারেন। ত্বকে পুষ্টি জোগানোর সঙ্গে সকল দাগ-ছোপ দূর হব এই প্যাকের গুণে। একটি পাত্রে মুগ ডাল নিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। এবার তার সঙ্গে মেশান ডিমের কুসুম। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে এই প্যাকের গুণে। ত্বকের জন্য বেশ উপকারী ডিম ও ডালের প্যাক।   


একটি পাত্রে দুধ নিন। তাতে মুগ ডাল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে তা বেটে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। একদিন অন্তর ব্যবহার করুন এই প্যাক। এতে ত্বক উজ্জ্বল হবে। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক।  

আরও পড়ুন- এক সঙ্গে তিনটি চমক, সন্ধ্যা ৭টায় লঞ্চ করবে OnePlus-এর দুটি মোবাইল ও একটি ইয়ারবার্ড

আরও পড়ুন- দিনে কতবার প্রস্রাব হওয়া স্বাভাবিক, কখন হওয়া উচিত সতর্ক, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- টুইটার, টেসলা-সহ আরও কোন কোন সংস্থারও মালিক এলন মাস্ক, দেখে নিন সেই তালিকা
 

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি