এবারের ভ্যালেনটাইন্স হোক একটু অন্যরকম, উপহারের ধরনটাও বদলে যাক

ভ্যালেনটাইন্স ডে-তে মনের মানুষকে কেমন উপহার দেবেন সেই নিয়ে চিন্তিত। আর চিন্তা নয়, আপনার জন্য রয়েছে এই ভ্যালেনটাইন্সে সঙ্গীকে খুশি করার উপহারের টিপস। 
 

ফেব্রুয়ারি মাস জুড়েই যেন চলে প্রেমের মরশুম। ৭ তারিখ থেকে শুরু হয় ভালবাসার পথ চলা। গোলাপ দিয়ে মনের মানুষকে মনের কথা জানানোর পর একে একে আসে চকলেট ডে, কিস ডে, হাগ ডে-র মত বিশেষ দিনগুলো। সবশেষে আসে সেই বহু প্রতিক্ষীত ১৪ ফেব্রুয়ারি বা ভ্যালেনটাইন্স ডে (valentines Day)। গোটা বিশ্বে এই দিনটিকে ভালবাসার দিন হিসাবেই উদযাপন করা হয়।  বিশেষ দিন মনেই বিশেষ কিছু উপহার। ভ্যালেনটাইন্স ডে-তে কাছের মানুষকে কী উপহার দেওয়া যায় এই ভাবনা হয়তো সারাক্ষণই ভাবাচ্ছে আপনাকে। আপনি হয়তো ভাবছেন কী ধরনের উপহার দিয়ে আপনার মনের মানুষটিকে সারপ্রাইজ দেবেন। আপনার দুশ্চিন্তা দূর করতে আজ সেই রকম কিছু মূল্যবান উপহারের আইডিয়া (Gift Idea) নিয়ে এসেছি শুধুমাত্র আপনার জন্য। আর ভ্যালেনটাইন্স ডে (Valentines Day)-কে আরও একটু স্পেশাল করে তোলার জন্য স্পেশাল গিফটের যে আইডিয়া (Gift Idea)আজ আপনি পেতে চলেছেন তার জন্য আপনাকে খুব একটা কসরতও কিন্তু করতে হবে না। বরং মনের মানুষটি আপনার ভাবনাচিন্তার দূরদর্শিতা থেকেই হয়তো আপনার প্রতি তাঁর প্রেম দ্বিগুণ বেড়ে যাবে। 

ইন্সিওরেন্সের নমিনি

Latest Videos

আসুন তাহলে জেনে নিন, এই ভ্যালেনটাইন্সে আপনি আপনার সঙ্গীকে কী ধরনের উপহার দিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। প্রথম যে উপহারের আইডিয়াটা দেব সেটি হল লাইফ ইন্সুরেন্সের নমিনি (Insurance Nominee)। হ্যাঁ, ভালবাসার আরেক নাম কিন্তু ভরসা। তাই এই বিশেষ বিশেষ দিনে আপনি যদি প্রিয় মানুষটিকে নিজের ইন্সিওরেন্সের নমিনি করেন তাহলে সেও কিন্তু বুঝবে আপনি তাঁর প্রতি কতটা দায়িত্ববান। আগামী দিনেও আপনার ওপর তাঁর ভরসা আরও অনেকটাই যে বেড়ে যাবে তা বলাই বাহুল্য। এভাবেই এই ভ্যালেনটাইন্সকে করে তুলুন আরও স্পেশাল আর সেই সঙ্গে সঙ্গীর মনেও জাগান স্পেশাল অনুভূতি। 

আরও পড়ুন-আকাশ পথে প্রাইভেট বিমানে যৌন মিলনের সুযোগ, সৌজন্যে লাভ ক্লাউড

আরও পড়ুন-প্রেমদিবসে মনের মানুষকে পছন্দের ফোন উপহার দিতে চান, ক্লিক করুন আমাজন সেলে

আরও পড়ুন-রোজ ডে-তে জানুন বিশ্বের সবচেয়ে দামী গোলাপের গল্প, যার দাম শুনলে আতকে উঠবেন

শেয়ার মার্কেট বিনিয়োগ

ভালোবাসার মানুষকে এই ভ্যালেনটাইন্সে আরও একটি চমকপ্রদ উপহার দিতে পারেন। ভালবাসা মানেই তো দুজনের মধ্যে সবটুকু ভাগ করে নেওয়া।  নিজেদের সুখ-দুঃখ যেমন শেয়ার করেন, ঠিক সেইভাবেই প্রেমদিবসে আপনি আর আপনার সঙ্গী কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত করতে আর আর্থিকভীত আরেকটু শক্ত করতে দুজনে একসঙ্গে শেয়ার মার্কেট (Share Market) বিনিয়োগ করে ভ্যালেনটাইন্স ডে পালন করতে পারেন। একে অপরকে গিফটও দেওয়া হল, সেই সঙ্গে আগামী দিনগুলোও সুরক্ষিত হল। 

ভাউচার বা নগদ অর্থ

আপনার সঙ্গী যদি শপিং করতে ভালবাসে তাহলে কিন্তু এই ভ্যালেনটাইন্সে আপনার দেওয়া অন্যতম সেরা উপহার হবে আমাজন ভাউচার (Amazon Voucher) বা অন্য এমন কোনও ভাউচার যার মাধ্যমে মন খুলে শপিং করার সুযোগ পাবে আপনার মনের মানুষটি। আবার আপনার কাছের মানুষটি যদি একটু সঞ্চয়ী হয় তাহলে কিন্তু তাঁকে কোনও দামী উপহার বা আই ফোন না দিয়ে একটা গিফট চেকও ভ্যালেনটাইন্স ডে-তে স্পেশাল গিফট হিসাবে দিতেই পারেন। এতে কিন্তু আপনার ভ্যালেনটাইন খুব খুশিই হবে। আপনি তাঁকে বা তাঁর ইচ্ছেকে কতটা গুরুত্ব দেন সেগুলোও কিন্তু উপহার দেওয়ার মধ্যে দিয়ে প্রকাশ পায়। 

ক্রেডিট কার্ড

প্রত্যেক ভ্যালেনটাইন্সে যে ধরনের উপহার দিয়ে থাকেন এবার না হয় সেই চিরাচরিত ধারা থেকে একটু বেড়িয়ে আসা যাক। আপনি যদি বোঝেন আপনার ব্যাগের ক্রেডিট কার্ডটা (Credit Card) দেখে আপনার সঙ্গীরও ইচ্ছে হয় ব্যাগে এই রকম একটি ক্রেডিট কার্ড রাখতে, তাহলে এই ভ্যালেনটাইন্সেই প্রিয় মানুষকে একটা ক্রেডিট কার্ড গিফট করুণ। দেখবেন অনেক দামী গিফট হয়তো তাঁর মুখে সেই হাসি ফোটাতে পারবে না, কিন্তু এই ক্রেডিট কার্ডই সঙ্গীর মুখে অনাবিল হাসি ফোটাবে। আর প্রিয় মানুষের মুখের হাসিটুকুই তো প্রেমদিবসের বিশেষ গিফট, তাই না....

হেলথ ইন্সিওরেন্স

বর্তমানে কোভিড ১৯-র সৌজন্যে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু হেলথ ইন্সিওরেন্স (Health Insurance) অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ভালবাসার দিনে প্রিয় মানুষকে সবচেয়ে দামী আর সুন্দর উপহারটাই নিশ্চই আপনি দিতে চাইবেন। সেক্ষেত্রে কিন্তু দুজনে মিলে একটা হেলথ ইন্সিওরেন্স করলে সেটাই হবে এই ভ্যালেনটাইন্সে একে অপরকে দেওয়া অন্যতম সেরা উপহার। ভালবাসা মানেই একসঙ্গে পথ চলার অঙ্গীকার, আর সেই পথ মসৃণ করাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন। 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today