টুইটারে (Twitter) এই বৃদ্ধের ছবি পোস্ট করেছেন একজন সহৃদয় ব্যক্তি। জানা গিয়েছে, কোনও মোবাইলের দোকানের মার্বেল বাঁধানো সিঁড়িতে বসে পেট চালানোর জন্য দুটো পয়সা আয় করে চলছেন তিনি। তাঁর বয়স প্রায় ৮৭ বছর হবে।
দিনে দিনে বাড়ছে সোশ্যাল মিডিয়ার (Social Media) গুরুত্ব। লকডাউনের সময় থেকে সাধারণ থেকে সেলেব সকলে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে উঠেছেন। শুধু মজার ভিডিও কিংবা ছবি পোস্ট করার জন্য নয়, সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। লকডাউনের (Lockdown) সময় সোশ্যাল মিডিয়ায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা জানতে পেরে তাদের সাহায্য করেছেন ধ্বনি ব্যক্তিরা। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে এসেছে অনেকেরই ট্যালেন্ট। যা নজর কেড়েছে তারকাদের। এমন ঘটনা প্রায়শই ঘটেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু অসহায় মানুষের দুঃখের কাহিনি উঠে এসেছে জনসমক্ষে। তাদের মিডিয়ায় তাদের হয়ে সাহায্য চাইলে দেখা গিয়েছে কোনও সহৃদয় ব্যক্তিকে। এবার ঘটল এমনটাই।
সম্প্রতি, এই ছবি ভাইরাল হল নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ ব্যক্তিকে। চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি মোবাইলের দোকেনের সিঁড়িতে বসে। পরনে চেক টি শার্ট। হাতে একটি ৫০ টাকা ও অন্যটি ১০ টাকার নোট। যা তিনি কাউকে ফেরত দিচ্ছেন। তার সামনে রাখা একটি কাঠের স্ট্যান্ড। সেখানে ঝলছে বেশ কয়টি ব্যাগ।
টুইটারে এই বৃদ্ধের ছবি পোস্ট করেছেন একজন সহৃদয় ব্যক্তি। জানা গিয়েছে, কোনও মোবাইলের দোকানের মার্বেল বাঁধানো সিঁড়িতে বসে পেট চালানোর জন্য দুটো পয়সা আয় করে চলছেন তিনি। তাঁর বয়স প্রায় ৮৭ বছর হবে। এই বয়সেও কঠিন পরিশ্রম করতে হচ্ছে তাঁকে শুধু দুই বেলা দু-মুঠো খাবার জোগার করার জন্য। তিনি মুম্বই শহরে ঘুরে ঘুরে ব্যাগ বিক্রি করেন। ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত তাঁর ব্যাগের দাম। সেই ব্যাগগুলো তৈরি হয় পুরনো কাপড় দিয়ে। তিনি নিজে কঠিন পরিশ্রম করে সেই কাপড় জোগাড় করেন। মূলত পুরনো সোফার কভার কিংবা পর্দার কাপড় ব্যবহার করেন। এরপর সেই কাপড় সেলাই করে ব্যাগ তৈরি করেন। তিনি নিজেই কাপড় সেলাই করেন। এমনই বর্ণিত আছে সেই টুইটে।
মুম্বইয়ের বোম্বিবলিতে ফাদেকা রোড এলাকায় নিজের পসরা নিয়ে বসেন এই ব্যক্তি। এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়েছেন এই টুইটার ইউজার। অনুরোধ করেছেন তাঁর থেকে ব্যাগ কিনতে। গৌরি নামে একটি টুইট অ্যাকাউন্ট থেকে ভাইরাল (Viral) হয়েছে এই বৃদ্ধের ছবি। যা পোস্ট করা মাত্রই সকলের নজর কেড়েছে। টুইটে তাঁকে জ্যোশি আঙ্কেল বলে সম্বোধন করেছেন এই টুইটার ইউজার।
আরও পড়ুন: Symptoms of Liver Cancer: এই কয়টি লক্ষণ দেখলে সতর্ক হন, হতে পারে লিভার ক্যান্সার