হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায়! ঝরনার জলের শব্দে ভরা কোলাখাম যাবেন কী ভাবে, খরচই বা কত

  • পাহাড়া মানেই দার্জিলিং বোঝেন
  • তা হলে এবার ঘুরে আসুন কোলাখাম থেকে 
  • লাভা থেকে আট কিলোমিটার দূরে 
  • কীভাবে যাবেন, কত খরচ জানুন 

swaralipi dasgupta | Published : Jun 24, 2019 7:14 AM IST / Updated: Jun 24 2019, 12:49 PM IST

কম সময়ে ও সস্তায় কোথাও বেড়াতে যেতে চাইলে এবার আর দার্জিলিং নয়। দার্জিলিং-এর কাছেই একটু অচেনা পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসুন। জায়গার নাম কোলাখাম। লাভা থেকে ৮ কিলোমিটার দূরে। এই কোলাখামের বিশেষত্বই হল এর নির্জনতা। এখানে নেপালের রাই সম্প্রদায়ের মানুষের বাস। মাত্র ৬০ টি ঘর রয়েছে এই এলাকায়। 

কী কী দেখবেন- 

এখানে ঘরের মধ্যে থাকলে সকালে ঘুম ভাঙাবে মেঘেদের দল। হাত দিয়ে যেন আকাশ ছুঁয়ে দেখা যায়। রয়েছে নেওড়া ভ্যালি ফরেস্ট। তবে এই জঙ্গলের ভিতর ঢুকে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। 

এছাড়াও রয়েছে ছাঙ্গে ফলস ও চেল নদী। সারাদিন দেখা মেলে বিভিন্ন রকমের পাখি। দেখা পাওয়া যায় হলুদ গোলাপি থেকে বিভিন্ন পাহাড়ি ফুলের। সন্ধেবেলা কোলাখাম থেকে রিশপ দেখা যায়। পাখির ডাকের সঙ্গে ছাঙ্গে ফলসের জলের শব্দ মিলে মিশে একাকার হয়ে যায়। আর পরিষ্কার নীল আকাশ দেখলে চোখ জুড়িয়ে যায়। 

কীভাবে যাবেন- 

১) শিয়ালদহ বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বা নিউ মাল জংশনে আসতে হবে। সেখান থেকে গাড়িতে পৌঁছতে হবে লাভা। লাভা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত কোলাখাম। 

২) নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে লাভার দূরত্ব ১১৭ কিলোমিটার। নিউ মাল জংশন থেকে ৫২ কিমি। 


কোথায় থাকবেন- 

১) রয়েছে নেওড়া ভ্যালি ইকো হাট। এখানে এক দিন থাকতে খরচ হবে ১৮০০ থেকে ২৩০০ টাকা। 

২) একই রকম ভাড়ায় পেয়ে যাবেন কোলাখাম রিট্রিট। 
 

Share this article
click me!