বাম্পার অফার ভোডাফোনের, ন্যূনতম রিচার্জেই মিলবে ফুল টকটাইম

  • একের পর এক বাম্পার অফার আনছে ভোডাফান
  •  মাত্র ২০ টাকা রিচার্জ করলেই মিলবে ফুল টকটাইম
  • তার সঙ্গে মিলবে এক মাসের পরিষেবা
  • ফুল টকটাইম প্যাকের পাশাপাশি অল-রাউন্ডার প্যাকও আনতে চলেছে ভোডাফান
     

মাসে ন্যূনতম টকটাইম রিচার্জ বাধ্যতামূলক করে গ্রাহকদের বেশ চিন্তায় ফেলে দিয়েছিল টেলিকম সংস্থাগুলি। গত বছর টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার পরামর্শ মতোই এই পরিষেবা চালু করেছিল টেলিকম সংস্থাগুলি। ভোডাফোনের ক্ষেত্রে  টকটাইম রিচার্জের পরিমান ছিল ৩৫ টাকা। কিন্তু এবার সেই অঙ্কের টাকাটা বেশ অনেকটাই কমেছে। মাত্র ২০ টাকা রিচার্জ করলেই নিয়মিত পরিষেবা পাবেন গ্রাহকরা।

ভোডাফোন, এয়ালটেল সহ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি ন্যূনতম রিচার্জ বাধ্যতামূলক করে দিয়েছিল। তারপর থেকে বেশ অনেকবারই গ্রাহকদেরই সমস্যায় পড়তে হয়েছে। ৩৫ টাকা রিচার্জ না করলে মিলবে না পরিষেবা একথা সাফ জানিয়েছিল ভোডাফোন। এমনকী এও বলেছিল সময়মতো রিচার্জ না করলে শেষ হয়ে যাবে সিমের ভ্যলিডিটি। অবশেষে সেইসব ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি। 

Latest Videos

আরওপড়ুন-এই প্রথম পাঁচটি ক্যামেরা ও ১০৮ এমপি সেন্সর সহ বাজারে আসছে এমআই নোট ১০, জেনে নিন ফিচারগুলি...

ভোডাফোন আবার নিজের ফর্মে ফিরে এসেছে। এবার ১০, ২০, ৩০, ৫০, টাকার ফুলটকটাইম রিচার্জগুলি অনায়াসেই পাবেন গ্রাহকরা। মাত্র ২০ টাকা রিচার্জ করলেই মিলবে ফুল টকটাইম। তার সঙ্গে মিলবে এক মাসের পরিষেবা। অর্থাৎ সিমের সময়সীমা এক মাসের জন্য বেড়ে যাবে। একই ভাবে ৩০ টাকা, ৫০ টাকার রিচার্জেও মিলবে এই একই সুবিধা। মাত্র একবার রিচার্জেই মিলবে অতিরিক্ত একমাসের সুবিধা। ভোডাফোনের ১০ টাকার রিচার্জও আপনি অনায়াসে পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে এই ভাউচারে ফুল টকটাইম বা অতিরিক্ত কোনও পরিষবা কোনওটাই পাবেন না।

আরওপড়ুন-এই দীপাবলি-তে মাত্র ১০১ টাকাতেই হাতে আসবে নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত...

সম্প্রতি জিও সঙ্গে সমানে সমানে টক্কর চলছে ভোডাফোন, এয়ারটেলের। একের পর এক ধামাকাদার অফার দিয়ে জিও যেভাবে গ্রাহক টানছে , সেদিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। এই পরিস্থিতিতে বাজারের দখল নিতে একের পর এক বাম্পার অফার আনছে ভোডাফান। ফুল টকটাইম প্যাকের পাশাপাশি অল-রাউন্ডার প্যাকও আনতে চলেছে ভোডাফান।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল