Hair Care Tips- কম বসেই ঢাকতে হচ্ছে মাথা, পাক ধরছে চুলে, তবে এবার মাথায় রাখুন এই টিপস

সমস্যার সূত্র কোথা থেকে না বুঝেই তরিঘড়ি পার্লারের পথে পা বাড়ান সকলে ছুটির দিন। নয়তো বাড়িতেই চুল কালো করে ফেলছেন সকলে। 

অল্প বয়সেই চুলে (Hair) ধরছে পাক। ফলেই অফিসে বন্ধুদের মাঝে অস্বস্তিতে পড়তে হচ্ছে। সমস্যার সূত্র কোথা থেকে না বুঝেই তরিঘড়ি পার্লারের পথে পা বাড়ান সকলে ছুটির দিন (Holiday) । নয়তো বাড়িতেই চুল কালো করে ফেলছেন সকলে। কম বয়সে চুল পাকার সমস্যা (Problem) এখন নতুন নয়। ২৫-এর গণ্ডি পার করতে না করতেই চুলে পাক (White Hair) ধরার ফলে বেজায় চিন্তার ভাঁজ অনেকের কপালে। তবে এই সমস্যা নিয়ে নাজেহাাাল হয়ে অস্বস্তিতে পড়তে হয় অনেককেই। অনেকেরই রঙে সমস্যা, কারুর আবার অ্যালার্জি বা স্কিনের সমস্যাও থেকে থাকে, তাই চুলে রঙ করে নেওয়াটাই যে একমাত্র সমাধান এমনটা নয়। আর ঠিক সেই কারণেই এবার চুলকে ভেতর থেকে ঝলমলে ও সুন্দর করে তুলুন। দেখবেন আগের থেকে অনেক বেশি চুল পাকার সমস্যা কমে গিয়েছে। 

আরও পড়ুন- হোমিওপ্যাথি ওষুধ যদি খান, এই নিয়মগুলো মেনে চলছেন তো

Latest Videos

আরও পড়ুন- ​জলেও কি বাড়তে বাড়ে মেদ, সঠিক নিয়ম জেনে জল পান করে এবার হয়ে উঠুন স্লিম

 

জানুন কোন উপায় নিয়ন্ত্রণে থাকবে চুল পাকার সমস্যাঃ

১. আমলকি খেলে চুল পাকার সম্ভাবনা কমে যায়। শুধু তাই নয় এতে চুল ভালোও থাকে।
২. আদা মধুর সঙ্গে মিশিয়ে তা চুলে লাগান স্নানের আগে প্রতিদিন। মিলবে সহজেই সমাধান।
৩. নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। তারপর তা মাথায় লাগিয় রাখুন বেশ কয়েক মিনিট। মিলবে সুফল।
৪. ঘি চুলের উপকার করে অনেকভাবে। তাই ঘি দিয়ে চুলের মাসাজ করুন। এতে চুল চকচকেও হবে।
৫. কারকেল তেল গরম করার সময় তাতে কারি পাতা ফেলে দিন। ফুটিয়ে নিয়ে চুলে লাগান। এতে মিলবে সুফল।
৬. কিছুটা পেঁয়াজ রস করে রাখুন। এবার এটি চুলে লাগান নিয়মিত। এতে চুলের পাকা ভাব তো কমবে বরং চুল ঘনও হবে এতে।
৭. হাফ কাপ টক দইতে এক গ্রাম গোলমোরিচ মিশিয়ে নিন। তাহলেই চুল ভালো হবে, এবং পাকা ভাব কমে যাবে।
৮. পাকা চুল টেনে তুলবেন না, তা গোড়া  থেকে কেটে দিন। এতে চুল পাকার পরিমাণ কমে যায়।
৯. এক কাপ লিকার চা-তে এক চামচ নুন মিশিয়ে তা চুলে ও মাথায় লাগিয়ে নিন। এক ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলুন মিলবে সুফল।
১০. বাদাম তেল, আমলকির রস ও লেবুর রস চুলে লাগিয়ে রাখলে চুল কম পাকে।  

 

Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today