পাক টিভিতে শো চলাকালীন চেয়ার থেকে পড়ে গেলেন অতিথি, নেট দুনিয়ায় ভাইরাল হল ভিডিও

Published : Mar 04, 2020, 12:34 PM ISTUpdated : Mar 04, 2020, 12:37 PM IST
পাক টিভিতে শো চলাকালীন চেয়ার থেকে পড়ে গেলেন অতিথি, নেট দুনিয়ায় ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

  পাক সংবাদ চ্যানেলে লাইভ অনুষ্ঠান চলছিল ইমরান সরকারের উপর মানুষের অসন্তোষ নিয়ে অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান চলাকালীন ঘটল বিপত্তি বক্তব্য রাখার সময় চেয়ার পড়ে গেলেন অতিথি

ইন্টারনেটে ভাইরাল ভিডিওর অভাব নেই। এরমধ্যেই নজর কেড়েছে পাক টিভি চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন ঘটে যাওয়া একটি ঘটনা। এক সংবাদ চ্যানেলে আয়োজন করা হয়েছিল ডিবেট অনুষ্ঠানের। তাতেই প্যানেলিস্ট হিসাবে অংশ নিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু বক্তব্য রাখার সময় হঠাৎ করেই চেয়ার থেকে পড়ে যান তিনি। এই ঘটনার ভিডিওটি নেট দুনিয়ার ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: নতুন বাড়িতে থাকতে এসেছেন দম্পতি, অর্ভ্যত্থনায় এগিয়ে এল ১৫০টি সাপ

সঞ্চালিকা সয়ৈদা আয়েশা নাজের অনুষ্ঠান চলাকালীন ঘটে এই ঘটনা। দুনিয়া নিউজ বলে একটি চ্যানেলে ডিবেট অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসাবে অংশ নিয়েছিলেন ৪ অতিথি। পাতিস্তানি নাগরিকদের ইমরান সরকারকে ওপর  অসন্তোষ নিয়ে আলোচনা হচ্ছিল ওই ডিবেটে। সেই সবয় এক অতিথি বক্তব্য রাখিচ্ছেলন। কিন্তু হঠাৎ করেই শো চলার সময় চেয়ার ভেঙে পড়ে যান তিনি। 

 

 

লাইভ সম্প্রচার হচ্ছিল অনুষ্ঠানের। গোটা ঘটনাটাই তাই দর্শকদের সামনে সম্প্রচারিত হয়। হঠাৎ করে এমন ঘটনা ঘটায় হতবাক হয়ে যান সঞ্চালিকা আয়েশা নাজও। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে তিনি বিরতি নিয়ে নেন। 

আরও পড়ুন: ঘুমোচ্ছেন উবার চালক, নিজেই গাড়ি চালিয়ে মুম্বই থেকে পুনায় গেলেন তরুণী, ভাইরাল হল ভিডিও

এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে। অনেকেই মজা করে চেয়ারের দোষ দেন। 

PREV
click me!

Recommended Stories

পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার
দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী