ইউক্রেন যুদ্ধের মধ্যে অর্থ সাহায্য চাইতে রাশিয়ায় ইমরান, পাকিস্তানের নিন্দা আমেরিকার

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে তার অংশীদারিত্বকে মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। আমেরিকা বারবারই বলে আসছে এজাতীয় যুদ্ধ তারা বরদাস্ত করবে না। 
 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) পূর্ব ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু এই পরিস্থিতিতেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) নিজের নির্ধারিত সফরসূচি এখনও পর্যন্ত বাতিল করেননি। তাঁর মস্কো সফরের কথা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক  হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) পক্ষ থেকে রীতিমত কটাক্ষ করা হয়েছে ইমরান খানকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইমরান খানের মস্কো সফর নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছে, 'ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো প্রতিটি দায়িত্বশীল দেশেরই কর্তব্য'। রাশিয়ার প্রেসিডেন্টের পুতিনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্ধারিত বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রেস ব্রিফিংএ বলা হয়েছে, আমেরিকা নিজেদের অবস্থানের কথা পাকিস্তানকে জানিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ ঘোষণা যে আমেরিকা মেনে নিচ্ছে না তাও স্পষ্ট করে দিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রশাসন জানিয়েছে, যুদ্ধের বন্ধ করার বিষয়ে কূটনৈতিক পথ অনুসরণ করা হবে। একই বার্তা দেওয়া হয়েছে  রাশিয়াকেও। 

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে তার অংশীদারিত্বকে মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছে। আমেরিকা বারবারই বলে আসছে এজাতীয় যুদ্ধ তারা বরদাস্ত করবে না। 

Latest Videos

যাইহোক, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  রাশিয়ার কাছ থেকে আর্থিক সহযোগিতা চাইতেই ইমরানের এই মস্কো সফর। এছাড়াও এই বৈঠকে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান নিয়েও আলোচনা হবে দুই দেশের মধ্যে। 

সূত্রের খবর এদিন সকাল ১১টা নাগাদ রাশিয়ার পৌঁছানোর কথা ইমরান খান ও তাঁর প্রতিনিধি দলের সদস্যদের। বেলা ১১টা নাগাদ তাঁদের প্রত্যেকেরই করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। নেগেটিভ রিপোর্ট এলেই প্রতিনিধি দলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর এদিন দুপুর এটায় পাক প্রধানমন্ত্রীকে রুশ বাহিনী সংবর্ধনা জানাবে। বিকেল তিনটে নাগাদ ইমরান ও পুতিন একসঙ্গে মধ্যাহ্নভোজন করবেন। ৫টা ৩০ মিনিটে মিখাইল গুসমানের সঙ্গে দেখা করবেন ইমরানয়। সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে রাশিয়ার মিডিয়ার মুখোমুখি হবে ইমরান ও তাঁর প্রতিনিধি দল। রাত ৮টা রাশিয়ার বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ইমরান। রাতে ফিরে যাবের ইসলামাবাদ।  ইমরানের এই এক দিনের সফরের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। 

আনিসের বাড়িতে কামদুনির টুম্পা-মৌসুমী, নিহতের বাবার সঙ্গে কথা বাদশা মৈত্রর

তৃণমূলের সায়ন্তিকার প্রচারে দলবদল, 'ক্ষমা' চেয়ে দলে ফিরলেন বিজেপি প্রার্থী

নবাব মালিক ইস্যুতে মমতাকে ফোন পাওয়ারের, জানতে চাইলেন 'কী করতে হবে'
 

Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari