সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার কথা সবারই জানা। এবার মোটর রেসিংয়ের সঙ্গেও যুক্ত হলেন সৌরভ।

ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালের তৃতীয় মরসুমে কলকাতা রয়্যাল টাইগার্স দলের কর্ণধার হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতে মোটর রেসিংকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এ বছরের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে মোটর রেসিংয়ের লড়াই। কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি ও আমেদাবাদের দল আছে। প্রথমবার এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে কলকাতার দল। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান রেসিং লিগ ও ফর্মুলা ৪ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের লড়াই হবে। ভারতে গত ২ দশকে মোটরস্পোর্টের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। তবে এদেশে এখনও পর্যন্ত বড়মাপের মোটরস্পোর্ট প্রতিযোগিতা খুব বেশি হয়নি। ভারতের বিভিন্ন শহরের মোটরস্পোর্টপ্রেমীরা যাতে গতির রোমাঞ্চ উপভোগ করতে পারেন, সেই আয়োজনই করা হচ্ছে। সৌরভ এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হওয়ায় কলকাতাতেও মোটর রেসিংয়ের জনপ্রিয়তা বেড়ে যাবে বলে আশায় আয়োজকরা।

মোটরস্পোর্টের প্রচারে সৌরভ

ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল আয়োজন করছে রেসিং প্রোমোশন প্রাইভেট লিমিটেড। এই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অখিলেশ রেড্ডি বলেছেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা ফ্র্যাঞ্চাইজির কর্ণধার হওয়ায় আমরা রোমাঞ্চিত। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বের প্রতি দায়বদ্ধতা ক্রিকেটে সাফল্যকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছে। তিনি এবার ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালেও অনন্য গতিশীলতা আনতে চলেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রভাব সারা ভারতে মোটরস্পোর্টে উৎসাহী তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তুলবে।’

মোটরস্পোর্ট নিয়ে আগ্রহী সৌরভ

মোটর রেসিংয়ের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে কলকাতার দলের সঙ্গে আমার যাত্রা শুরু হল। আমি বরাবরই মোটরস্পোর্টে আগ্রহী। কলকাতায় মোটরস্পোর্টের জনপ্রিয়তা বৃদ্ধি করার সুযোগ পাচ্ছি আমি। নতুন প্রজন্মকে মোটরস্পোর্টে উৎসাহ দেওয়াই আমাদের লক্ষ্য। কলকাতা রয়্যাল টাইগার্সকে শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

টাটার পর বাংলা থেকে চলে গেল আরও এক শিল্প? ইস্পাত কারখানার প্ল্যানিং থেকে সরে এলেন সৌরভ গাঙ্গুলি!

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চুরি, খোয়া গেল মোবাইল ফোন

সলমন খানের সঙ্গে প্রথম দেখা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বললেন সৌরভ