টি-২০ বিশ্বকাপ ২০২৬: পাকিস্তানে ম্যাচ খেলতে চায়, নতুন দাবি বাংলাদেশের

Published : Jan 13, 2026, 10:02 AM IST
T20 World Cup 2026 trophy

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাতে না চাওয়া নিয়ে বাংলাদেশের (Bangladesh) নাটক অব্যাহত। এদেশে নিরাপত্তার অভাব নিয়ে মিথ্যাচার ফাঁস হয়ে যাওয়ার পর এবার নতুন বায়নাক্কা বাংলাদেশের।

DID YOU KNOW ?
ভারত-বিরোধী বাংলাদেশ
বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও ভারত-বিরোধিতা চালিয়ে যাচ্ছে।

Bangladesh Sports Advisor Asif Nazrul: এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) সামনে রেখে ভারত-বিরোধিতা চালাচ্ছিল সে দেশের অন্তর্বর্তী সরকার। তবে সোমবার থেকে সরাসরি আসরে নেমে পড়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আইসিসি-র চিঠি নিয়ে মিথ্যা বলে ধরা পড়ে গিয়েছেন। কিন্তু তারপরেও নির্লজ্জভাবে ভারত-বিরোধিতা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার নতুন দাবি, তাঁরা কোনও পরিস্থিতিতেই টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতে দল পাঠাবেন না। ভারতের বদলে পাকিস্তানে (Pakistan) টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে বাংলাদেশ। গত বছর থেকে নতুন করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বাংলাদেশ। এবার সেই ঘনিষ্ঠতারই প্রমাণ দিলেন নজরুল। কিন্তু এবারের টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ নয় পাকিস্তান। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায় (Sri Lanka) টি-২০ বিশ্বকাপের ম্যাচ হবে। এই পরিস্থিতিতে হঠাৎ বাংলাদেশের দাবি মেনে আইসিসি পাকিস্তানে ম্যাচ আয়োজন করবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

হাস্যকর দাবি নজরুলের

গত বছর থেকে বাংলাদেশে ভারত-বিরোধিতা তুঙ্গে উঠেছে। সংখ্যালঘু হিন্দুদের বেছে বেছে খুন করা হচ্ছে। কিন্তু সম্পূর্ণ উল্টো দাবি করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। তাঁর দাবি, ‘ভারতে চরম সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ-বিরোধী পরিবেশও তৈরি হয়েছে। বিশেষ করে গত ১৬ মাস ধরে ভারতে বাংলাদেশ-বিরোধী প্রচার চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা সম্ভব নয়।’

আইসিসি-কে আক্রমণ নজরুলের

টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি-কে আক্রমণ করে নজরুল বলেছেন, ‘আইসিসি যদি সত্যিই বিশ্ব সংস্থা হয় এবং আইসিসি যদি ভারতের কথায় না চলে, তাহলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। আমরা এ বিষয়ে কোনও আপস করব না। পাকিস্তান সত্যিই আমাদের ম্যাচ আয়োজন করতে চায় কি না আমি জানি না। যদি পাকিস্তানে আমাদের ম্যাচ আয়োজন করা হয় তাহলে কোনও সমস্যা নেই। সংযুক্ত আরব আমিরশাহিতেও (UAE) আমাদের ম্যাচ আয়োজন করা হলে কোনও সমস্যা নেই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারতের বদলে ৩ দেশে টি-২০ বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ।
ভারতের বদলে শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে বাংলাদেশ।
Read more Articles on
click me!

Recommended Stories

'আইসিসি-র অস্তিত্ব থাকারই প্রয়োজন নেই!' চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের
ভারতে নিরাপত্তা নিয়ে আশঙ্কা নেই, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার মিথ্যাচার ফাঁস আইসিসি-র